অনির্দিষ্টকালের জন্য স্থগিত সংসদ

অনির্দিষ্টকালের জন্য মুলতুবী হয়ে গেল লোকসভার অধিবেশন। বুধবারও বিরোধীরা একাধিক ইস্যুতে সংসদ অচল করে দেয়। ১১টায় অধিবেশন শুরুর পর বেলা ১২টা পর্যন্ত সভা মুলতুবী হয়। দ্বিতীয় দফায় অধিবেশন বসলেও বিরোধীরা কয়লা কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে শ্লোগান দিতে থাকেন। কেন্দ্রীয় মন্ত্রী পবন কুমার বনশল ও অশ্বিনী কুমারের পদ্যাগের দাবিতেও সরব হন তাঁরা।

Updated By: May 8, 2013, 01:51 PM IST

অনির্দিষ্টকালের জন্য মুলতুবী হয়ে গেল লোকসভার অধিবেশন। বুধবারও বিরোধীরা একাধিক ইস্যুতে সংসদ অচল করে দেয়। ১১টায় অধিবেশন শুরুর পর বেলা ১২টা পর্যন্ত সভা মুলতুবী হয়। দ্বিতীয় দফায় অধিবেশন বসলেও বিরোধীরা কয়লা কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে শ্লোগান দিতে থাকেন। কেন্দ্রীয় মন্ত্রী পবন কুমার বনশল ও অশ্বিনী কুমারের পদ্যাগের দাবিতেও সরব হন তাঁরা।
এর জেরেই অধ্যক্ষ মীরা কুমার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবী করে দিতে বাধ্য হন। বাজেট অধিবেশনের দ্বিতীয় দফা শেষ হওয়ার দু`দিন আগেই সংসদের কাজ অসমাপ্ত রেখে স্থগিত হয়ে গেল।
আজ সকালেই, সংসদ বিষয়কমন্ত্রী রাজীব শুক্ল জানিয়ে দেন বুধবারই রাজ্যসভা ও লোকসভা মুলতুবী হয়ে যাবে। এদিন মন্ত্রীদের পদত্যাগের দাবিতে বিজেপি সাংসদরা স্পিকারের আসনের কাছে এসে হট্টগোল শুরু করে দেন। মীরা কুমারের শত চেষ্টা বিফলে যায়। প্রথমটায় বেলা ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবী করে দেন তিনি। একই ছবি ছিল উচ্চ কক্ষেও। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে সেখানেও।

.