এখনও অব্যাহত পাম্পোরে সেনা-জঙ্গি গুলির লড়াই, মৃত ১ জঙ্গি

দুদিন পেরিয়ে গেলেও, এখনও অব্যাহত পাম্পোরে সেনা-জঙ্গি গুলির লড়াই। সেনা সূত্রে খবর, ১ জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও লুকিয়ে আরেক জঙ্গি। গতকাল দুদিক থেকে রকেট হামলা করে জঙ্গি নিকেশের চেষ্টা চলছে। পরশু শ্রীনগর থেকে ২০ কিলোমিটার দূরে EDI বিল্ডিংয়ে ঢুকে পড়ে কয়েকজন জঙ্গি। শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। গুলির শব্দ আর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা চত্বর। আগুন ধরিয়ে দেওয়া হয় EDI বিল্ডিংয়ে। সরকারি এই ভবনে চলে ভোকেশনাল ট্রেনিং সেন্টার। তবে ইন্সটিটিউট বন্ধ থাকায় ভবনটি ফাঁকা ছিল। প্রাথমিক অনুমান, উরির মতই হামলার জন্য ঝিলম নদী পেরিয়ে ভারতে ঢোকে জঙ্গিরা।

Updated By: Oct 12, 2016, 12:30 PM IST
এখনও অব্যাহত পাম্পোরে সেনা-জঙ্গি গুলির লড়াই, মৃত ১ জঙ্গি

ওয়েব ডেস্ক: দুদিন পেরিয়ে গেলেও, এখনও অব্যাহত পাম্পোরে সেনা-জঙ্গি গুলির লড়াই। সেনা সূত্রে খবর, ১ জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও লুকিয়ে আরেক জঙ্গি। গতকাল দুদিক থেকে রকেট হামলা করে জঙ্গি নিকেশের চেষ্টা চলছে। পরশু শ্রীনগর থেকে ২০ কিলোমিটার দূরে EDI বিল্ডিংয়ে ঢুকে পড়ে কয়েকজন জঙ্গি। শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। গুলির শব্দ আর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা চত্বর। আগুন ধরিয়ে দেওয়া হয় EDI বিল্ডিংয়ে। সরকারি এই ভবনে চলে ভোকেশনাল ট্রেনিং সেন্টার। তবে ইন্সটিটিউট বন্ধ থাকায় ভবনটি ফাঁকা ছিল। প্রাথমিক অনুমান, উরির মতই হামলার জন্য ঝিলম নদী পেরিয়ে ভারতে ঢোকে জঙ্গিরা।

আরও পড়ুন জীবনের ১৮ নম্বর A মার্কা পুজোটাও এসে গেল

আরও পড়ুন আতঙ্কের নাম যখন ঘুড়ি

.