সংঘর্ষবিরতি অমান্য করেই গোলাগুলি চালাল পাকিস্তান
পুঞ্চ ও কাঠুয়ায় গোলাবর্ষণ করল পাকসেনা
নিজস্ব প্রতিবেদন: সংঘর্ষ বিরতি চুক্তি প্রায়শই লঙ্ঘন করে থাকে পাকিস্তান। আবারও করল। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও কাঠুয়ায় 'লাইন অফ কন্ট্রোল' ও 'ইন্টারন্যাশনাল বর্ডার' বরাবর গোলাবর্ষণ করে তারা ৷
সূত্রের খবর, শুক্রবার রাত আড়াইটে নাগাদ পুঞ্চের মানকোট সেক্টরে 'এলওসি' বরাবর মর্টার শেল ছোড়ে পাকিস্তান৷ হিরানগর সেক্টরেও 'আইবি' বরাবর গুলি চালায়৷ তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ ভোর চারটে নাগাদ দু'পক্ষের মধ্যে গোলাবর্ষণ বন্ধ হয়ে যায় বলে খবর৷
অন্য দিকে, শুক্রবার রাত ১০টা নাগাদ পাকিস্তানি সেনা কারোল-কৃষ্ণ, সতপাল ও গুরনাম সীমান্ত-অঞ্চলেও গুলি চালানো শুরু করে ৷ ফিরতি জবাবও দেয় বিএসএফ। বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, দু'পক্ষের মধ্যে শনিবার ভোর ৫টা পর্যন্ত লড়াই চলেছিল ৷ স্বাভাবিক ভাবেই এই ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা৷
আরও পড়ুন: বাড়ছে বায়ুদূষণে মৃত্যু! শীতেই থাবা থেকে বেশি নখ বের করছে দূষণ