২৪ ঘণ্টায় চারবার অস্ত্রবিরতি পাকিস্তানের, সৌহার্দের তাল কেটে ফের শত্রুতা উর্দ্ধমুখী প্রতিবেশী দু'দেশে

চব্বিশ ঘন্টায় চার বার। পাকিস্তানের লাগাতার অস্ত্রবিরতি লঙ্ঘণের জেরে উত্তপ্ত দেশের উত্তর পশ্চিম সীমান্ত। আরএসপুরা, পুঞ্চ, আখনুরায় পাক বাহিনীর গুলি মর্টার হামলায় হতাহত বেশ কয়েকজন নিরীহ গ্রামবাসী। ইতিমধ্যেই ইসলামাবাদের হস্তক্ষেপ দাবি করেছে ভারত। চাপের মুখে পাল্টা কৌশল হিসেবে ড্রোন ইস্যুতে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিকে তলব করে পাকিস্তান।শুক্রবারই জম্মু সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার ঠিক আগেই বার বার ইসলামাবাদের অস্ত্রবিরতি লঙ্ঘনের জেরে উত্তপ্ত নিয়ন্ত্রণ রেখা।

Updated By: Jul 16, 2015, 09:48 PM IST
২৪ ঘণ্টায় চারবার অস্ত্রবিরতি পাকিস্তানের, সৌহার্দের তাল কেটে ফের শত্রুতা উর্দ্ধমুখী প্রতিবেশী দু'দেশে

ব্যুরো: চব্বিশ ঘন্টায় চার বার। পাকিস্তানের লাগাতার অস্ত্রবিরতি লঙ্ঘণের জেরে উত্তপ্ত দেশের উত্তর পশ্চিম সীমান্ত। আরএসপুরা, পুঞ্চ, আখনুরায় পাক বাহিনীর গুলি মর্টার হামলায় হতাহত বেশ কয়েকজন নিরীহ গ্রামবাসী। ইতিমধ্যেই ইসলামাবাদের হস্তক্ষেপ দাবি করেছে ভারত। চাপের মুখে পাল্টা কৌশল হিসেবে ড্রোন ইস্যুতে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিকে তলব করে পাকিস্তান।শুক্রবারই জম্মু সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার ঠিক আগেই বার বার ইসলামাবাদের অস্ত্রবিরতি লঙ্ঘনের জেরে উত্তপ্ত নিয়ন্ত্রণ রেখা।

কোনও রকম প্ররোচনা ছাড়াই লাগারতার হামলা চালাচ্ছে পাকিস্তান। বুধবার আখনুরায় পাক রেঞ্জার্সদের গুলিতে মৃত্যু হয়েছিল এক মহিলার।

চব্বিশঘণ্টার মধ্যে আরও তিন তিনবার বিএসএফের সীমান্ত ছাউনিকে নিশানা করল পাক রেঞ্জার্সরা। বৃহস্পতিবার সকালে আরএসপুরা সেক্টরে পাঁচটি বিএসএফ ছাউনি লক্ষ্য করে ছুটে আসে গুলি, মর্টার। আহত হন তিন গ্রামবাসী।

নিয়ন্ত্রণ রেখায় পুঞ্চ সেক্টরেও চলে গুলিবৃষ্টি। বিএসএফের চোখে ধুলো দিয়ে জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করতে  বারবার পাক রেঞ্জার্সরা অস্ত্রবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ ভারতের।

আরএস পুরাতেও অনুপ্রবেশের চেষ্টা করছিল কয়েকজন জঙ্গি। সেই সময়ও কভার ফায়ারিং দেয় পাকিস্তান। ভারতীয় বাহিনী পাল্টা গুলি চালালে আবার পাকিস্তানে পালিয়ে যায় জঙ্গিরা।

বার বার অস্ত্রবিরতি লঙ্ঘণ নিয়ে ইতিমধ্যেই ইসলামাবাদের হস্তক্ষেপ দাবি করেছে ভারত। পাক হাইকমিশনে নালিশও জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার টিসিএ রাঘবন। চাপের মুখে পাল্টা কৌশল নিয়েছে পাকিস্তানও। এদিকে পাক অধিকৃত কাশ্মীরে গুলি করে নামানো একটি ড্রোন নিয়ে হইচই বাধিয়ে বিষয়টিকে অন্য দিকে ঘুরিয়ে দিতে চাইছে ইসলামাবাদ। ড্রোন ইস্যুতে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিকে তলব করে পাকিস্তান। যদিও ভারতীয় সেনার দাবি,  ওই ড্রোনটি আদৌ ভারতের নয়।

সৌহার্দ্যের পথ প্রসস্থ করতে কয়েকদিন আগেই মুখোমুখি হয়েছিলেন দুই রাষ্ট্রপ্রধান। রাশিয়ার উফায় মোদী-শরিফ বৈঠকের পর সপ্তাহ কাটতে না কাটতেই কিন্ত উত্তপ্ত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা।

 

.