সীমান্তে গুলি, মৃত ভারতীয় জওয়ান

ঠিক পাঁচ মাসের মাথায় পাকিস্তানের শান্তি চুক্তি ভঙ্গ করার প্রাণ গেল ভারতীয় জওয়ানের। শুক্রবার জম্মু কাশ্মীরের পুঞ্ছ সীমান্তে গুলি চালাল পাক সেনা। জানা গিয়েছে পুঞ্ছের ফুজিয়ান সেক্টারে গুলি চালানো হয় পাকিস্তানের তরফ থেকে। ঘটনায় জুনিয়র কমিশন্ড অফিসার প্রাণ হারিয়েছেন।

Updated By: Jun 7, 2013, 05:07 PM IST

ঠিক পাঁচ মাসের মাথায় পাকিস্তানের শান্তি চুক্তি ভঙ্গ করার প্রাণ গেল ভারতীয় জওয়ানের। শুক্রবার জম্মু কাশ্মীরের পুঞ্ছ সীমান্তে গুলি চালাল পাক সেনা। জানা গিয়েছে পুঞ্ছের ফুজিয়ান সেক্টারে গুলি চালানো হয় পাকিস্তানের তরফ থেকে। ঘটনায় জুনিয়র কমিশন্ড অফিসার প্রাণ হারিয়েছেন।
গত জানুয়ারিতে পাক সেনা কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়ে। হত্য করা হয় দুই ভারতীয় জওয়ানকে।

.