বিজেপির প্রচার কমিটির দায়িত্বে মোদী? বাড়ছে গুঞ্জন

লোকসভা ভোটে নরেন্দ্র মোদী কি বিজেপির প্রচার কমিটির দায়িত্ব পাচ্ছেন? দলীয় সভাপতি রাজনাথ সিং সহ অন্য নেতারা সকলেই সংবাদমাধ্যমের সামনে বিষয়টি এড়িয়ে গেলেন। গোয়ায় বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে মোদী ইস্যুতে কার্যত দ্বিধাবিভক্ত দল। তবে, বিজেপি সূত্রের খবর, রবিবার বৈঠকের শেষ দিনে প্রচার কমিটির প্রধান হিসাবে মোদীর নাম ঘোষণা হতে পারে।

Updated By: Jun 7, 2013, 10:52 AM IST

লোকসভা ভোটে নরেন্দ্র মোদী কি বিজেপির প্রচার কমিটির দায়িত্ব পাচ্ছেন? দলীয় সভাপতি রাজনাথ সিং সহ অন্য নেতারা সকলেই সংবাদমাধ্যমের সামনে বিষয়টি এড়িয়ে গেলেন। গোয়ায় বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে মোদী ইস্যুতে কার্যত দ্বিধাবিভক্ত দল। তবে, বিজেপি সূত্রের খবর, রবিবার বৈঠকের শেষ দিনে প্রচার কমিটির প্রধান হিসাবে মোদীর নাম ঘোষণা হতে পারে।
শনিবার, গোয়ায় শুরু হচ্ছে বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠক। দুদিনের বৈঠকে লোকসভা নির্বাচন ও ছয় রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হবে। দুর্নীতি, মূল্যবৃদ্ধি, অভ্যন্তরীণ নিরাপত্তার মতো বিষয়ে ইউপিএ সরকারের ব্যর্থতার কথা তুলে সাধারণ মানুষের কাছে কীভাবে যাওয়া যায় তা নিয়ে মতামত জানাবেন বিজেপি নেতারা।
তবে, এ সব কিছুকে ছাপিয়ে বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠকে যাবতীয় কৌতুহল নরেন্দ্র মোদীকে ঘিরে। মোদী কি দলের প্রচার কমিটির প্রধান হবেন ? গোয়ার বৈঠকে তাঁর আরেক দফা রাজনৈতিক উত্থান ঘটবে ? শুক্রবার, বিজেপি জাতীয় পরিষদের বৈঠকে দলীয় নেতাদের একাংশ তাঁকে আরও বড় দায়িত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেন।
মোদীকে কেন্দ্র করে বিজেপি শিবির এখন কার্যত দ্বিধাবিভক্ত। তবে নেতাদের দাবি, দলে কোনও বিভাজন নেই।

.