আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস তারা উত্সর্গ করছেন কাশ্মীরকেই, বললেন পাক হাইকমিশনার

কাশ্মীর নিয়ে ভারত-পাক দু'দেশের টানাপোড়েন যখন চরমে, তখন বিতর্ক আরও বাড়িয়ে দিলেন ভারতে নিযুক্ত পাক হাইকমিশনার। বললেন, আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস তাঁরা উত্সর্গ করছেন কাশ্মীরকেই। কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই জারি থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।

Updated By: Aug 14, 2016, 01:28 PM IST
আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস তারা উত্সর্গ করছেন কাশ্মীরকেই, বললেন পাক হাইকমিশনার

ওয়েব ডেস্ক: কাশ্মীর নিয়ে ভারত-পাক দু'দেশের টানাপোড়েন যখন চরমে, তখন বিতর্ক আরও বাড়িয়ে দিলেন ভারতে নিযুক্ত পাক হাইকমিশনার। বললেন, আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস তাঁরা উত্সর্গ করছেন কাশ্মীরকেই। কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই জারি থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।

কয়েকদিন আগেই তাঁকে তলব করে বিদেশমন্ত্রক। তাঁর মাধ্যমে ইসলামাবাদকে সাফ জানিয়ে দেওয়া হয়, পাক অধিকৃত কাশ্মীর নিয়েই একমাত্র আলোচনা চলতে পারে। আলোচনায় উঠে আসতে পারে সীমান্ত সন্ত্রাসের প্রসঙ্গও। কিন্তু কখনই কাশ্মীর নিয়ে আলোচনা সম্ভব নয়। এসবের মাঝে আবদুল বসিতের আজকের মন্তব্য জলঘোলা, সন্দেহ নেই।

আরও পড়ুন-পাকিস্তানকে 'বালোচ তাসে' প্যাঁচে ফেলল ভারত

এদিকে, হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, সময় এসছে POK আর বালোচিস্তানে পাকিস্তানি অত্যাচারের ছবিটা বিশ্বের সামনে আনার। সাড়া মিলল চব্বিশ ঘণ্টার মধ্যে। মোদীর বক্তব্যকে স্বাগত জানালেন বালোচ নেতারা। পাক অত্যাচারের বিরুদ্ধে উত্তাল পাক অধিকৃত কাশ্মীরও।

প্রতিবাদে উত্তাল গিলগিট। গিলগিট ছাড়ুক পাকিস্তানি সেনা বাহিনী। পাক অধিকৃত কাশ্মীরের জনতার উপর পাক সেনার অত্যাচার আর মানা হবে না। ইসলামাবাদের বিরুদ্ধে  স্লোগান তুলেই প্রতিবাদে উত্তাল গিলগিট।

.