ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন, কাশ্মীরে সেনা ছাউনি লক্ষ্য করে ফের গুলি চালাল পাক সেনাবাহিনী
ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি সেনা ছাউনি লক্ষ্য করে আজ ফের গুলি চালায় পাক সেনাবাহিনী। পুঞ্চের হামিরপুর, মেন্ধার এবং বারাসিঙ্গা সেক্টরে সেনা ছাউনিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পাক সেনা।
ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি সেনা ছাউনি লক্ষ্য করে আজ ফের গুলি চালায় পাক সেনাবাহিনী। পুঞ্চের হামিরপুর, মেন্ধার এবং বারাসিঙ্গা সেক্টরে সেনা ছাউনিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পাক সেনা।
সাম্প্রতিককালে এই নিয়ে বেশকয়েকবার অস্ত্রবিরতি লঙ্ঘন করল প্রতিবেশী রাষ্ট্র। টানা দশদিনের লড়াই শেষে জঙ্গিমুক্ত হয়েছে শ্রীনগরের কেরান সেক্টর। রাষ্ট্রসংঘের মাটিতে দাঁড়িয়ে সীমান্ত সন্ত্রাস নিয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু তারপরেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।
ক দিন আগেই কেরন সেক্টরে ঢুকে পড়ে বেশ কয়েকজন অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীরা যে পাক মদতেই সীমান্তের বেড়াজাল টপকে ছিল তারও প্রত্যক্ষ প্রমাণ দেয় ভারতীয় সেনা।