নিষিদ্ধ হল জইশ-ই-মোহাম্মদের প্রক্সি PAFF; স্বতন্ত্র সন্ত্রাসবাদী এলইটি-র আরবাজ আহমেদ মীর

অন্যান্য সংস্থার সঙ্গে মিলে PAFF সাধারণ যুবকদের উগ্রপন্থার দিকে এগিয়ে দিচ্ছে। দলটি সন্ত্রাসবাদেও জড়িত বলে জানানো হয়েছে। এটি ভারতে বিভিন্ন সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে মন্ত্রক।

Updated By: Jan 7, 2023, 12:21 PM IST
নিষিদ্ধ হল জইশ-ই-মোহাম্মদের প্রক্সি PAFF; স্বতন্ত্র সন্ত্রাসবাদী এলইটি-র আরবাজ আহমেদ মীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু ও কাশ্মীর এবং অন্যান্য জায়গায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য সন্ত্রাসবাদী গোষ্ঠী জয়শ-এ-মহম্মদের একটি প্রক্সি সংগঠন পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (PAFF) কে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক লস্কর-ই-তৈবা সদস্য আরবাজ আহমেদ মীরকে কঠোর সন্ত্রাস বিরোধী আইন বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর অধীনে পৃথক সন্ত্রাসবাদী হিসাবে মনোনীত করেছে।

একটি বিজ্ঞপ্তিতে, মন্ত্রক বলেছে যে PAFF অন্যান্য রাজ্য থেকে জম্মু ও কাশ্মীরে কর্মরত নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক নেতা এবং সাধারণ নাগরিকদের নিয়মিত হুমকি দিচ্ছে।

এতে বলা হয়েছে, PAFF অন্যান্য সংস্থার সঙ্গে, জম্মু ও কাশ্মীর এবং ভারতের প্রধান শহরগুলিতে হিংসাত্মক সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করার জন্য বাস্তবে এবং সামাজিক মিডিয়া উভয় ক্ষেত্রে সক্রিয়ভাবে ষড়যন্ত্রে জড়িত।

আরও পড়ুন: 'ব্যর্থ পাইলট ও বিমানকর্মীরা', প্রস্রাবকাণ্ডে নির্দেশিকা জারি DGCA-র

অন্যান্য সংস্থার সঙ্গে মিলে PAFF সাধারণ যুবকদের উগ্রপন্থার দিকে এগিয়ে দিচ্ছে। দলটি সন্ত্রাসবাদেও জড়িত বলে জানানো হয়েছে। এটি ভারতে বিভিন্ন সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে মন্ত্রক।

তাই, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর ৩৫ নম্বর ধারার উপ-ধারা (১) এর ধারা (a)-র প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, কেন্দ্রীয় সরকার PAFF কে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: RBI: দেশের এই তিন ব্যাংকেই টাকা রাখা সবচেয়ে নিরাপদ! পূর্ণাঙ্গ তালিকা জানিয়ে দিল আরবিআই

একটি পৃথক বিজ্ঞপ্তিতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে যে এটি আরবাজ আহমেদ মীরকে একজন স্বতন্ত্র সন্ত্রাসবাদী হিসাবে মনোনীত করেছে। মীর জম্মু ও কাশ্মীরের বাসিন্দা কিন্তু বর্তমানে পাকিস্তানে রয়েছেন এবং নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার জন্য কাজ করছেন।

এতে বলা হয়েছে, মীর টার্গেট কিলিংয়ে জড়িত এবং কয়েক মাস আগে জম্মু ও কাশ্মীরের কুলগামে এক মহিলা শিক্ষক রাইন বালাকে হত্যার মূল ষড়যন্ত্রকারী ছিলেন।

মীর কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদের সমন্বয়ে এবং সীমান্তের ওপার থেকে অবৈধ অস্ত্র অথবা গোলাবারুদ এবং বিস্ফোরক পরিবহনের মাধ্যমে সন্ত্রাসবাদীদের সাহায্যে জড়িত বলে মন্ত্রক জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার বিশ্বাস করে যে মীর সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ছিলেন এবং তাই বেআইনী কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭ এর ৩৫ নম্বর ধারার উপ-ধারা (১) এর ধারা (a)-র প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে তাকে স্বতন্ত্র সন্ত্রাসবাদী হিসাবে মনোনীত করেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.