'পদ্মাবতী' বিতর্কে ভোলবদল করণি সেনার, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেবার রাজপরিবার

'পদ্মাবতী'র মুক্তির জট কাটার সম্ভাবনা তৈরি হল।

Updated By: Nov 23, 2017, 01:59 PM IST
'পদ্মাবতী' বিতর্কে ভোলবদল করণি সেনার, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেবার রাজপরিবার

নিজস্ব প্রতিবেদন: 'পদ্মাবতী' নিয়ে বিতর্কে ডিগবাজি খেল শ্রী রাজপুত করণি সেনা। জানাল, মেবারের রাজ পরিবারের আপত্তি না থাকলে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেবে তারা।  

দিন কয়েক আগেই মেবার রাজ পরিবারের সদস্য অরবিন্দ সিং মেবার জানিয়েছিলেন, সঞ্জয়লীলা বনশালী চাইলে 'পদ্মাবতী' বিতর্কে মধ্যস্থতা করতে পারেন তিনি। এরপর করণির সেনার নয়া দাবিতে 'পদ্মাবতী' সঙ্কট কাটার সম্ভাবনা তৈরি হল। এর আগে আপত্তিকর দৃশ্য কাটছাঁট না-করা হলে ছবি মুক্তি পেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল। সেই অবস্থান থেকে সরে সংগঠনের তরফে জানানো হয়েছে, মেবারের রাজ পরিবারের মত মেনে নেবে তারা। করণি সেনার দাবি, তারা শিল্পীর স্বাধীনতার বিরোধী নয়। তবে বাক্ স্বাধীনতার নামে ইতিহাস বিকৃত করা হলে বরদাস্ত করা হবে না। 

আরও পড়ুন- 'পদ্মাবতী'র মুক্তি স্থগিতের নেপথ্যে রাজনীতি? জোর জল্পনা

এরই মধ্যে পিছিয়ে গিয়েছে 'পদ্মাবতী'র মুক্তির তারিখ। ছবিটি সেন্সরের জন্য সিবিএফসি-র কাছে পাঠিয়েছিল প্রযোজক সংস্থা। পদ্ধতিগত ভুল থাকায় 'পদ্মাবতী' ছবিটি ফেরত পাঠিয়েছে সেন্সর বোর্ড। প্রযোজক সংস্থা ভায়াকম ১৮ জানিয়েছে, পয়লা ডিসেম্বর মুক্তি পাচ্ছে না পদ্মাবতী। সেন্সের বোর্ডের শংসাপত্র আসার পরই মুক্তির তারিখ জানানো হবে। 

.