মনমোহন সিংয়ের গুরুত্বেহীনতা নিয়ে এবার লিখলেন পি. সি. পারেখ

সঞ্জয় বাড়ুর পর এ বার পি.সি. পারেখ। ক্রুসেডার অর কন্সপায়রেটর, কোলগেট অ্যান্ড আদার ট্রুথস বইয়ে কয়লা মন্ত্রকের প্রাক্তন সচিব পি. সি. পারেখ অনেকটা সঞ্জয় বাড়ুর মতোই লিখেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং কতটা গুরুত্বহীন ছিলেন। বাড়ুর মত খারিজ করে দিয়েছে কংগ্রেস। শ্লেষ, বিদ্রুপ করতে ছাড়েনি বিরোধীরা। নাম না করে মনমোহন সিংয়ের সরকারকে রিমোট কন্ট্রোল চালিত বলেও কটাক্ষ করেন নরেন্দ্র মোদী।

Updated By: Apr 13, 2014, 10:09 PM IST

সঞ্জয় বাড়ুর পর এ বার পি.সি. পারেখ। ক্রুসেডার অর কন্সপায়রেটর, কোলগেট অ্যান্ড আদার ট্রুথস বইয়ে কয়লা মন্ত্রকের প্রাক্তন সচিব পি. সি. পারেখ অনেকটা সঞ্জয় বাড়ুর মতোই লিখেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং কতটা গুরুত্বহীন ছিলেন। বাড়ুর মত খারিজ করে দিয়েছে কংগ্রেস। শ্লেষ, বিদ্রুপ করতে ছাড়েনি বিরোধীরা। নাম না করে মনমোহন সিংয়ের সরকারকে রিমোট কন্ট্রোল চালিত বলেও কটাক্ষ করেন নরেন্দ্র মোদী।

সঞ্জয় বাড়ুর দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার--দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অফ মনমোহন সিংয়ের পর আবার বইবোমা। এ বার বিস্ফোরণ ঘটিয়েছেন কয়লা মন্ত্রকের প্রাক্তন সচিব পি. সি. পারেখ। ক্রুসেডার অর কন্সপায়রেটর, কোলগেট অ্যান্ড আদার ট্রুথস বইয়ে তিনি লিখছেন, সরকারে যে ক্ষমতায় মনমোহন সিং ছিলেন, সেখানে তাঁর সামান্য বা বলা যায় কোনও নিয়ন্ত্রণই ছিল না। টু জি স্পেকট্রাম এবং কয়লা ব্লক বণ্টন নিয়ে দুর্নীতি প্রকাশ্যে আসার পর প্রধানমন্ত্রীর ভাবমূর্তি দারুণ ধাক্কা খেয়েছিল। অন্যদিকে, সঞ্জয় বাড়ুর বইয়ের প্রসঙ্গে রবিবারও শ্লেষ, বিদ্রুপ করতে ছাড়েনি বিরোধীরা।

বাড়ুর অভিযোগ খারিজ করেছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর প্রাক্তন মিডিয়া উপদেষ্টার বই নিয়ে কংগ্রেসের মুখরক্ষার মরিয়া প্রয়াসের মধ্যেই তাদের আরেক প্রাক্তন আমলার বই যে নতুন করে টিম কংগ্রেসকে আরও অস্বস্তিতে ফেলবে, তা নিয়ে একমত রাজনৈতিক পর্যবেক্ষকরা।

.