সিএস কারনানের ডাক্তারি পরীক্ষার নির্দেশ সুপ্রিমকোর্টের

আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনানের ডাক্তারি পরীক্ষার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট এবং বিচারপতি হিসাবে কারনানের দেওয়া নির্দেশগুলিকে 'ইনভ্যালিড' বলে ঘোষণা করা হল শীর্ষ আদালতের তরফে।

Updated By: May 1, 2017, 03:31 PM IST
সিএস কারনানের ডাক্তারি পরীক্ষার নির্দেশ সুপ্রিমকোর্টের

ওয়েব ডেস্ক: আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনানের ডাক্তারি পরীক্ষার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট এবং বিচারপতি হিসাবে কারনানের দেওয়া নির্দেশগুলিকে 'ইনভ্যালিড' বলে ঘোষণা করা হল শীর্ষ আদালতের তরফে।

উল্লেখ্য, একধিক বিচারপতিদের বিরুদ্ধে 'দুর্নীতি'র অভিযোগ তুলেছিলেন সিএস কারনান। এবং সেই অভিযোগ পত্রাকারে বারংবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে পাঠানোর 'অপরাধে' সুপ্রিমকোর্টের রোষের মুখ পড়তে হয় তাঁকে। বিচারপতি কারনানের অভিযোগ ছিল, তিনি যেহেতু দলিত, তাই তাঁর সঙ্গে বৈষমযমূলক ব্যবহার করা হয়েছে এবং তিনি এও বলেছিলেন যে, তাঁকে শাস্তি দেওয়ার কোনও 'অধিকার' সুপ্রিমকোর্টের নেই। একমাত্র 'ইমপিচমেন্টে'র মাধ্যমেই তাঁকে শাস্তি দেওয়া যেতে পারে। (আরও পড়ুন- ভবিষ্যতের ভোটে ভিভিপ্যাটেই ভরসা নির্বাচন কমিশনের )

.