জমি বিলের বিরোধিতায় একা সুরে কংগ্রেস, বাম,তৃণমূল, জেডিইউ

জমি অধিগ্রহণ বিলকে সামনে রেখেই মোদী বিরোধী আক্রমণে নজিরবিহীন মিছিল বিরোধীদের। বিলের প্রতিবাদে সংসদ ভবন থেকে মিছিলে হাঁটলেন বিরোধী সাংসদেরা। মিছিলে নেতৃত্ব দেন সোনিয়া গান্ধী। মিছিলে সামিল হন কংগ্রেসসহ ১৪ টি বিরোধী দলের প্রায় ২০০ সাংসদ। মিছিলে  ছিলেন শরদ যাদব, ডি রাজা, সীতারাম ইয়েচুরি, দেবেগৌড়া, আহমেদ প্যাটেল, অম্বিকা সোনির মত নেতা নেত্রীরা।  

Updated By: Mar 17, 2015, 08:16 PM IST
জমি বিলের বিরোধিতায় একা সুরে  কংগ্রেস, বাম,তৃণমূল, জেডিইউ

ওয়েব ডেস্ক:জমি অধিগ্রহণ বিলকে সামনে রেখেই মোদী বিরোধী আক্রমণে নজিরবিহীন মিছিল বিরোধীদের। বিলের প্রতিবাদে সংসদ ভবন থেকে মিছিলে হাঁটলেন বিরোধী সাংসদেরা। মিছিলে নেতৃত্ব দেন সোনিয়া গান্ধী। মিছিলে সামিল হন কংগ্রেসসহ ১৪ টি বিরোধী দলের প্রায় ২০০ সাংসদ। মিছিলে  ছিলেন শরদ যাদব, ডি রাজা, সীতারাম ইয়েচুরি, দেবেগৌড়া, আহমেদ প্যাটেল, অম্বিকা সোনির মত নেতা নেত্রীরা।  

জমি বিল নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ক্রমশই সুর চ়ড়া করছে বিরোধীরা। মঙ্গলবার সেই প্রতিবাদেরই নজিরবিহীন ছবি দেখল রাজধানী। বিলের প্রতিবাদে সংসদ ভবন থেকে মিছিলে হাঁটলেন বিরোধী দলের সাংসদেরা। মিছিলে নেতৃত্ব দেন সোনিয়া গান্ধী। সংসদ ভবন থেকে মিছিল পৌছয় রাষ্ট্রপতি ভবনে। ২৬ জন বিরোধী সাংসদের প্রতিনিধি দল  রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাঁর কাছে স্মারকলিপি জমা দেন।  রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি জানিয়েছেন বিরোধীরা।

ভোট ব্যাঙ্কে কৃষকদের পাশে নিতেই জমি অধিগ্রহণ বিলকে হাতিয়ার করে এগোতে চাইছে  বিরোধী জোট।

 বাম ,তৃণমূল, জেডিইউ সাংসদরা মিছিলে হাঁটলেও ছিলেন না এআইডিএমকে, বিজু জনতা দল, বিএসপি সাংসদেরা। কংগ্রেসের তরফে জমি অধিগ্রহণ বিলটি সংসদ বিষয়ক কমিটিতে পর্যালোচনার দাবি জানানো হয়েছে।

 

.