প্রয়োজনে শত্রুপক্ষের মাটিতে নেমে আঘাত করতে পারে ভারত : রাজনাথ সিং

সাইবার হামলার বিপদ রুখতে এনএসজির মতো বিশেষ কম্যান্ডো বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন।

Updated By: Jan 21, 2018, 09:44 PM IST
প্রয়োজনে শত্রুপক্ষের মাটিতে নেমে আঘাত করতে পারে ভারত : রাজনাথ সিং

নিজস্ব প্রতিবেদন : শত্রুপক্ষকে নিশ্চিহ্ন করতে নিজের মাটি থেকেই শুধু নয়, তাদের মাটিতে গিয়েও আঘাত করতে পারে ভারত। গুরগাঁওতে এক অনুষ্ঠানে রবিবার এমনই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, সাইবার হামলার বিপদ রুখতে এনএসজির মতো বিশেষ কম্যান্ডো বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন।

আরও পড়ুন- স্মার্ট সিটির তালিকায় যুক্ত হল আরও ৯ শহরের নাম

সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালিয়ে জঙ্গিঘাঁটি ধংস করেছে ভারত। সেই প্রসঙ্গ টেনে এনেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''প্রয়োজনে সীমান্তে পার করে শত্রুশিবিরে হামলা চালাতে সক্ষম ভারত।'' পাকিস্তানের নাম না করেই এদিন তিনি বলেন, ''আমাদের সেনাবাহিনী ভারতকে সর্বদা রক্ষা করার জন্য প্রস্তুত। তবে, এখন প্রচলিত বিপদের পাশাপাশি সাইবার হামলার বিপদও মোকাবিলার কৌশলও গড়ে তুলতে হবে তাদের।''

এদিন গুরগাঁওয়ে অষ্টম সর্বভারতীয় পুলিশ কম্যান্ডো কম্পিটিশনের সমাপ্তি অনুষ্ঠানের যোগ দেন রাজনাথ। ভারতের গোয়েন্দা সংস্থাগুলি ও কম্যান্ডোবাহিনীর প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ ওদের নিয়ে গর্ব করে। ওরা বার বার নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে।

.