টাকা ফেরত চাওয়ায় মহিলাকে মার লুধিয়ানায়

মনোজ নামে এক যুবককে ২০ হাজার টাকা ধার দিয়েছিলেন তিনি। টাকা ফেরত চাওয়ায় মনোজ ও তার সঙ্গীদের হাতে বেধড়ক মার খেতে হল মহিলাকে। পথচলতি সাধারণ মানুষ নীরবে দেখলেন এই দৃশ্য। প্রতিবাদ করতে এগিয়ে এলেন না কেউই।

Updated By: Apr 17, 2013, 08:12 PM IST

মনোজ নামে এক যুবককে ২০ হাজার টাকা ধার দিয়েছিলেন তিনি। টাকা ফেরত চাওয়ায় মনোজ ও তার সঙ্গীদের হাতে বেধড়ক মার খেতে হল মহিলাকে। পথচলতি সাধারণ মানুষ নীরবে দেখলেন এই দৃশ্য। প্রতিবাদ করতে এগিয়ে এলেন না কেউই।
লুধিয়ানার রাস্তায় দিনের আলোয় ঘটেছে এই অমানবিক ঘটনা। চার যুবক লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে ওই মহিলাকে। এখানেই শেষ নয়। চারজনের মধ্যে একজন নৃশংস এই ঘটনাটিকে ক্যামেরাবন্দি করে বলেও জানা গেছে।    
ওই মহিলা জানিয়েছেন, প্রতিবেশী যুবকে দেনা মিটিয়ে দিতে অনুরোধ করেন তিনি। টাকা ফেরত দেওয়াতো দূর, উল্টে মহিলার ওপর দলবল নিয়ে ওই যুবক চড়াও হন বলে অভিযোগ। নিগৃহীত মহিলা এও জানিয়েছেন পুলিসে জানানো সত্ত্বেও প্রথমে পুলিস কোনও অভিযোগ নিতে চায়নি। তারপরই মহিলা নিজে নিগ্রহের এমএমএস বন্ধুদের পাঠিয়ে দেন। যার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে বাধ্য হয় প্রশাসন। এখনও পর্যন্ত ঘটনায় তিন জন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। অভিযোগ না নেওয়ার জন্য এক পুলিস আধিকারিককেও সাসপেণ্ড করা হয়েছে।

.