প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করুন রাহুল, তারপর ধর্ষণ নিয়ে বলবেন মোদী: ওমর আবদুল্লা
নরেন্দ্র মোদীকে খোঁচা ওমর আবদুল্লার।
নিজস্ব প্রতিবেদন: চিরকুট না দেখে ১৫ মিনিটে কর্ণাটক সরকারের সাফল্য তুলে ধরতে রাহুল গান্ধীক চ্যালেঞ্জ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাহুল গান্ধীকে পরামর্শ দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। একইসঙ্গে মোদীকে খোঁচা দিয়েছেন তিনি।
টুইটারে ওমর আবদুল্লা লিখেছেন, ''আশা করি, প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে ১৫ মিনিট ধরে কর্ণাটক সরকারের সাফল্যের কথা বলবেন রাহুল গান্ধী। তারপর আমরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইব, ৮ বছরের মেয়েক ধর্ষণ ও খুন কীভাবে 'ছোট্ট ঘটনা' হল?''
I hope @RahulGandhi takes up the Hon PM’s challenge & speaks w/out using notes for 15 min about the Karnataka Govt & then perhaps we can ask the Hon PM to speak for 2 min about why the rape & murder of an 8 year old girl is “a minor issue”.
— Omar Abdullah (@OmarAbdullah) May 1, 2018
একইসঙ্গে পিডিপি-বিজেপি জোটকেও নিশানা করেছেন ওমর আবদুল্লা। তাঁর টুইট, ''ধর্ষকদের সমর্থনে মিছিলে হাঁটার জন্য বিজেপির দুই মন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের জায়গায় মন্ত্রী করা হয়েছে ওই মিছিলে থাকা বিধায়কদের। কাঠুয়াকাণ্ড নিয়ে কেন এই বিভ্রান্তিমূলক অবস্থান বিজেপি ও মুফতির? উপমুখ্যমন্ত্রীই বলছেন, ছোট্ট ঘটনা, তখন আদৌ কি সুবিচার মিলবে।''
কর্ণাটকে ভোটপ্রচারে মোদীকে বিঁধে রাহুল মন্তব্য করেছিলেন, তাঁকে ১৫ মিনিট বলার সুযোগ দিলে প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে থাকতে হবে। তার পাল্টা মঙ্গলবার নরেন্দ্র মোদী বলেন, আমি কংগ্রেস সভাপতিকে চ্যালেঞ্জ করছি, ১৫ মিনিট আপনি যে কোনও ভাষায় হিন্দি, ইংরেজি বা আপনার মায়ের ভাষায় চিরকুট ছাড়া ১৫ মিনিটে কর্ণাটক সরকারের সাফল্য বর্ণনা করুন।
আরও পড়ুন- ডেটাগিরিতে গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ৫১০ কোটি টাকা নিট লাভ ঘরে তুলল জিও