নিজের অঙ্গদান করে তিন মৃত্যুপথযাত্রীকে জীবনদান মুম্বইয়ের নার্সের

কর্মজীবনে দুদশক ধরে বহু মুমূর্ষু রোগীর শুশ্রূষা করেছেন। শুক্রবার মৃত্যুকালেও মানুষকে সেবার পরম ধর্ম পালন করে গেলেন তিনি। মুম্বইয়ের এক নার্স। মৃত্যুকালে অঙ্গদানের মাধ্যমে মৃত্যুপথযাত্রী তিনজনকে জীবনদান করে গেলেন তিনি।

Updated By: Apr 30, 2016, 06:59 PM IST
নিজের অঙ্গদান করে তিন মৃত্যুপথযাত্রীকে জীবনদান মুম্বইয়ের নার্সের

ওয়েব ডেস্ক : কর্মজীবনে দুদশক ধরে বহু মুমূর্ষু রোগীর শুশ্রূষা করেছেন। শুক্রবার মৃত্যুকালেও মানুষকে সেবার পরম ধর্ম পালন করে গেলেন তিনি। মুম্বইয়ের এক নার্স। মৃত্যুকালে অঙ্গদানের মাধ্যমে মৃত্যুপথযাত্রী তিনজনকে জীবনদান করে গেলেন তিনি।

অঙ্গ বিকল হওয়ার কারণে ওই তিন রোগীই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। নার্সের দেওয়া অঙ্গ প্রতিস্থাপনের ফলে আরও কিছুদিনের জন্য তাঁদের জীবনের আয়ু বৃদ্ধি পেল। মৃত্যুকালে মুমূর্ষু ওই তিন রোগীকে নিজের হৃদপিণ্ড, যকৃত ও কিডনি দান করেন ওই নার্স। তাঁর যকৃত প্রতিস্থাপন করা হয় ৫০ বছরের এক ব্যক্তির দেহে। কিডনি জোড়া প্রতিস্থাপন করা হয় যথাক্রমে ৪৭ ও ৩৯ বছরের দুই ব্যক্তির দেহে।

.