নোট বাতিলের জেরে দ্বিগুণ হয়েছে নোট ছাপার খরচ : রিজার্ভ ব্যাঙ্ক

Updated By: Aug 30, 2017, 07:52 PM IST
নোট বাতিলের জেরে দ্বিগুণ হয়েছে নোট ছাপার খরচ : রিজার্ভ ব্যাঙ্ক

ওয়েব ডেস্ক : নোট বাতিলের জেরে দ্বিগুণ হয়েছে নোট ছাপার খরচ। বুধবার বার্ষিক রিপোর্ট প্রকাশ করে একথা জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ অর্থবর্ষে নোট ছাপার খরচ ছিল ৩,৪২১ কোটি টাকা। ২০১৭ অর্থবর্ষে দ্বিগুণ হয়েছে সেই খরচ। নোট ছাপতে খরচ হয়েছে মোট ৭,৯৬৫ কোটি টাকা। নোটবন্দির পর নতুন ৫০০ ও ২০০০-এর নোট ছাপতেই বেড়েছে এই খরচ।

রিপোর্টে আরও বলা হয়েছে, নোট বাতিলের সময় বাজারে ৬৩২.৬ কোটি ১০০০ টাকার নোট ছিল। যার মোট মূল্য ১৫.৪৪ লাখ কোটি টাকা। এরমধ্যে মাত্র ৮.৯ কোটি ১০০০ টাকার নোট রিজার্ভ ব্যাঙ্কের ঘরে ফিরতে বাকি। একইসঙ্গে জানানো হয়েছে, ২০১৬ অর্থবর্ষে যেখানে ৬.৩২ লাখ জাল নোট উদ্ধার হয়েছিল, সেখানে ২০১৭ অর্থবর্ষে উদ্ধার হওয়া জাল নোটের পরিমাণ ৭.৬২ লাখ।

৮ নভেম্বর রাতে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালো টাকা উদ্ধার, জাল নোট আটকানো প্রভৃতির উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে সরকারের তরফে দাবি করা হয়।

আরও পড়ুন, সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার সংযুক্তিকরণের সময়সীমা বেড়ে ৩১ ডিসেম্বর

.