চলছিল উদ্দম Pool Party, গ্রিন বিউটি ফার্ম হাউস থেকে গ্রেফতার ১৫ মহিলা-সহ ৬১
মদ বাজেয়াপ্ত করেছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: ছিল ভরপুর মদের ব্যবস্থ। ডিজে, উদ্দাম গান। আর সেখানেই পুলিসি হানা। অভিযোগ, করোনাবিধির তোয়াক্কা না করেই চলছিল পুল পার্টি। গ্রেফতার ৬১ জন। যাদের মধ্যে ১৫ জন মহিলা।
নয়ডার সেক্টর ১৩৫-এর গ্রিন বিউটি ফার্ম হাইসে হানা দিয়ে পুলিসের চক্ষুচড়ক গাছ। যেখানে দেশদুড়ে করোনার আতঙ্ক। অভিযোগ, সেখানে ওই ফার্ম হাউসে রমরমিয়ে চলছিল পুল পার্টি। করোনাবিধির তোয়াক্কা না করেই জড়ো হয়েছিলেন বহু মানুষ। গোপন সূত্রে খবর পেয়ে, ওই ফার্ম হাউসে হানা চালায় পুলিস। ভিতরে ঢুকেই প্রকাশ্যে এলে ফার্ম হাউসের রঙিন জীবন। মদের সঙ্গে ডিজের গানের উদ্দাম নাচ, ফার্ম হাউসে একসঙ্গে আনন্দে মাতোয়ারা ৬১ জন।
আরও পড়ুন: শিশির-সুনীলের সাংসদ পদ খারিজের দাবি, ফের স্পিকারকে ফোন Sudip Banerjee-র
আরও পড়ুন: Police এ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ, জারি হল নির্দেশিকা
পুলিস সূত্রে খবর, করোনাবিধি ভাঙায় ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। যাঁদের মধ্যে ১৫ জন মহিলা। ধৃতরা বেশির ভাগই দিল্লি, গাজিয়াবাদ এবং এনআরসি-র বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯ এবং ২৭০ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ১২ বোতল বিয়ার এবং ২ বোতল হুইস্কি