বাতিল নোট গুনতে কোনও যন্ত্রের সাহায্য নেওয়া হয়নি : রিজার্ভ ব্যাঙ্ক

Updated By: Sep 10, 2017, 05:13 PM IST
বাতিল নোট গুনতে কোনও যন্ত্রের সাহায্য নেওয়া হয়নি : রিজার্ভ ব্যাঙ্ক

ওয়েব ডেস্ক : কালো টাকার কারবার আটকাতে ২০১৬-র ৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় বাজারে ১৫.৪৪ লাখ কোটি বাতিল নোট চালু ছিল। মাস পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিবৃতি পেশ করে জানায় যে, বাতিল ১৪.৪৪ লাখ কোটির ৯৯ শতাংশই কোষাগারে ফিরে এসেছে। এবার সামনে এল আরেকটি চমকপ্রদ তথ্য।

১০ অগাস্ট আর টি আই করেছিলেন জনৈক ব্যক্তি। উত্তরে রিজার্ভ ব্যাঙ্ক যা জানিয়েছে, তা রীতিমত চমকে ওঠার মত। আর বি আই জানিয়েছে, ব্যাঙ্কের বিভিন্ন শাখায় গোনা হয়েছে এই বিশাল পরিমাণ টাকা। টাকা গুনতে কোনও মেশিনের সাহায্য নেওয়া হয়নি। তবে টাকা গুনতে কতজন কর্মচারী নিযুক্ত করা হয়েছিল, সে বিষয়ে কোনও তথ্য জানায়নি শীর্ষ ব্যাঙ্ক। আরও জানিয়েছে, এটা কোনও এক বা দুদিনে নয়। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া এবং এটা এখনও চলছে।

আরও পড়ুন, আধারের সঙ্গে আপনার ফোনের সিম লিঙ্ক করুন খুব সহজে, জেনে নিন

.