মাসুদ আজাহারের গ্রেফতার নিয়ে কোনও তথ্য হাতে নেই এমইএ-র কাছে

জইশ ই মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজাহারের গ্রেফতারের বিষয়ে কোনও তথ্যই হাতে নেই ভারতের বিদেশমন্ত্রকের। এই কথা পরিষ্কার জানিয়ে দিলেন এমইএ-র মুখপাত্র বিকাশ স্বরূপ। এক সাংবাদিক সম্মলেন বিকাশ স্বরূপ বলেন, 'মাসুদ আজাহারের গ্রেফতারের বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই। তবে, পাঠানকোটের জঙ্গি হামলার বিষয়ে পাকিস্তান কী পদক্ষেপ নেয় সেটা দেখার অপেক্ষায় আছি, এবং তাকে স্বাগত জানাচ্ছি। আমরা সিটের পাঠানকোট জঙ্গি হামলা ইস্যুতে ভারতে আসার দিকেই তাকিয়ে আছি।'

Updated By: Jan 15, 2016, 09:06 AM IST
মাসুদ আজাহারের গ্রেফতার নিয়ে কোনও তথ্য হাতে নেই এমইএ-র কাছে

ওয়েব ডেস্ক: জইশ ই মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজাহারের গ্রেফতারের বিষয়ে কোনও তথ্যই হাতে নেই ভারতের বিদেশমন্ত্রকের। এই কথা পরিষ্কার জানিয়ে দিলেন এমইএ-র মুখপাত্র বিকাশ স্বরূপ। এক সাংবাদিক সম্মলেন বিকাশ স্বরূপ বলেন, 'মাসুদ আজাহারের গ্রেফতারের বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই। তবে, পাঠানকোটের জঙ্গি হামলার বিষয়ে পাকিস্তান কী পদক্ষেপ নেয় সেটা দেখার অপেক্ষায় আছি, এবং তাকে স্বাগত জানাচ্ছি। আমরা সিটের পাঠানকোট জঙ্গি হামলা ইস্যুতে ভারতে আসার দিকেই তাকিয়ে আছি।'
বিকাশ স্বরূপ পাশাপাশি এও জানিয়েছেন যে, ভারত-পাকিস্তান বিদেশ সচিব পর্যায়ের বৈঠক, যেটা হওয়ার কথা ছিল, সেটা এখন হল না, দুদেশের যৌথ সম্মতিতে। খুব তাড়াতাড়ি দুদেশ মিলে নতুন বৈঠকের দিনক্ষণ জানিয়ে দেবে।

.