আপাতত বাড়ছে না ডিজেল, কেরোসিন, এলপিজির দাম

আপাতত ডিজেল,রান্নার গ্যাস বা কেরোসিনের দাম বাড়ছে না। প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পেট্রোলিয়ামন্ত্রী জয়পাল রেড্ডি। তবে পেট্রোলের দাম কমানোর ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি তিনি। বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা কৌশিক বসুও।

Updated By: May 28, 2012, 06:27 PM IST

আপাতত ডিজেল,রান্নার গ্যাস বা কেরোসিনের দাম বাড়ছে না। প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পেট্রোলিয়ামন্ত্রী জয়পাল রেড্ডি। তবে পেট্রোলের দাম কমানোর ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি তিনি। বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা কৌশিক বসুও।
ইতিমধ্যেই পেট্রোলের দামবৃদ্ধির জেরে রীতিমতো কোণঠাসা কেন্দ্রীয় সরকার। বিরোধীদের পাশাপাশি ইউপিএ-র সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে একাধিক শরিক দলও। এই পরিস্থিতিতেই ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং পেট্রোলিয়াম মন্ত্রীকে চিঠি পাঠান প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সি রঙ্গরাজন। চিঠিতে ডিজেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রতিটি পরিবারকে বছরে ৪টি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার প্রস্তাব রয়েছে চিঠিতে। আর এই চিঠির জেরেই সাধারণের মনে ফের ডিজেল এবং রান্নার গ্যাসের দামবৃদ্ধির আশঙ্কা দানা বাঁধতে শুরু করে।
সোমবারই পেট্রোলের মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং পেট্রোলিয়াম মন্ত্রী জয়পাল রেড্ডি। বৈঠক শেষে পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, আপাতত ডিজেল, কেরোসিন এবং রান্নার গ্যাসের দামবৃদ্ধির সম্ভাবনা নেই। ডিজেলের  দু`রকম দাম নির্ধারণের প্রস্তাব নিয়ে এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী। তবে, ডিজেল চালিত গাড়ির জন্য এককালীন ৮০ হাজার টাকা শুল্কের প্রস্তাব এখনও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বিবেচনাধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, ডিজেল, কেরোসিন এবং রান্নার গ্যাসের দাম পুনর্নির্ধারণ নিয়ে বিশেষ ক্ষমতাসম্পন্ন মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। যদিও, সূত্রের খবর আগামী পয়লা জুলাই হতে পারে এই বৈঠক।

.