বিশ্বাসযোগ্য নয়, কুলভূষণের ভিডিও নিয়ে পাকিস্তানকে তোপ ভারতের
পাকিস্তান তাদের পছন্দমতো কথা ভিডিওতে জুড়ে দিয়ে তা প্রচার করার অভ্যাস এখনও চালিয়ে যাচ্ছে। তবে এখন তাদের বোঝা উচিত যে এ ধরনের কথা আর বিশ্বাসযোগ্য নয়।
নিজস্ব প্রতিবেদন: কুলভূষণ যাধবের নয়া ভিডিও প্রসঙ্গে পাকিস্তানকে কড়া ভাষায় বিঁধল ভারতের বিদেশমন্ত্রক। বৃহস্পতিবার কুলভূষণের বক্তব্য সংবলিত যে ভিডিও পাকিস্তান প্রকাশ করছে তার কোনও বিশ্বাসযোগ্যতা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ভারত। এদিন ভারতের তরফে বলা হয়, "এতে (এই ভিডিওটি) আশ্চর্য হওয়ার কিছু নেই। পাকিস্তান তাদের পছন্দমতো কথা ভিডিওতে জুড়ে দিয়ে তা প্রচার করার অভ্যাস এখনও চালিয়ে যাচ্ছে। তবে এখন তাদের বোঝা উচিত যে এ ধরনের কথা আর বিশ্বাসযোগ্য নয়"।
উল্লেখ্য, এদিন পাকিস্তানের প্রকাশ করা একটি ভিডিও জনসমক্ষে আসে। সেই ভিডিওতে কুলভূষণ যাধবকে বলতে শোনা যায়, তিনি সুস্থ আছেন। তিনি বলেন, "আমাকে সুস্থ অবস্থায় দেখে খুশি আমার মা।" এরপরেই যাধব অভিযোগ করেন, ভারতীয় রাষ্ট্রদূতই আমার মা এবং স্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন।
পড়ুন- ভারতের হাতেই নিগৃহত হয়েছে আমার পরিবার, পাক ভিডিওয় দাবি কুলভূষণের