ভেস্তে যাওয়ার মুখে লালু-নীতীশের জোট, জেডিইউ হয়তো কংগ্রেসের সঙ্গে জোটে

মুখ থুবড়ে পড়তে চলেছে জনতা পরিবারের মিশে যাওয়ার চেষ্টা। খুব সম্ভবত লালুপ্রসাদ যাদব ও নীতীশ কুমারের মধ্যে জোট বাস্তবে সম্ভব হচ্ছে না। বিজেপিকে ঠেকাতে বিহারের দুই চির প্রতিদ্বন্দ্বী লালু-নীতীশ এক হওয়ার চেষ্টা করেছিলেন। উপনির্বাচনে জোটও গড়েছিলেন লালু,নীতীশ। তবে জনতা দল পরিবার একসঙ্গে হওয়ার চেষ্টায় নান সমস্যা তৈরি হয়। বৈঠকের পর বৈঠকের পরেও নানা জটিলতা কিছুতেই কাটছিল না।

Updated By: Jun 4, 2015, 11:07 AM IST
ভেস্তে যাওয়ার মুখে লালু-নীতীশের জোট, জেডিইউ হয়তো কংগ্রেসের সঙ্গে জোটে

ওয়েব ডেস্ক: মুখ থুবড়ে পড়তে চলেছে জনতা পরিবারের মিশে যাওয়ার চেষ্টা। খুব সম্ভবত লালুপ্রসাদ যাদব ও নীতীশ কুমারের মধ্যে জোট বাস্তবে সম্ভব হচ্ছে না। বিজেপিকে ঠেকাতে বিহারের দুই চির প্রতিদ্বন্দ্বী লালু-নীতীশ এক হওয়ার চেষ্টা করেছিলেন। উপনির্বাচনে জোটও গড়েছিলেন লালু,নীতীশ। তবে জনতা দল পরিবার একসঙ্গে হওয়ার চেষ্টায় নান সমস্যা তৈরি হয়। বৈঠকের পর বৈঠকের পরেও নানা জটিলতা কিছুতেই কাটছিল না।

লালুর দল আরজেডি-এর সদস্যরা কিছুতেই নীতীশকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিতে রাজি নন। দুর্নীতি ইস্যুতে লালুর ভাবমূর্তি নিয়েও নীতীশের দল জেডি ইউ-তে প্রশ্ন উঠেছিল। লালু-নীতীশ দুজনেই এখন বুঝেছেন একসঙ্গে ভোট লড়াই করাটা কার্যত অসম্ভব।

সূত্রের খবর, ক দিনের মধ্যেই কংগ্রেসের সঙ্গে জোট করার কথা ঘোষণা করে দীর্ঘদিন এনডিএর শরিক থাকা জেডিইউ। রাহুল গান্ধী নিজে এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন। নীতীশের সঙ্গে নাকি জোটের ব্যাপারে কথাও বলেছেন রাহুল।

.