আস্থা ভোটেও জয়ী নীতীশ, JDU-NDA জোটের পক্ষে ভোট পড়ল ১৩১

Updated By: Jul 28, 2017, 02:50 PM IST
আস্থা ভোটেও জয়ী নীতীশ, JDU-NDA জোটের পক্ষে ভোট পড়ল ১৩১

ওয়েব ডেস্ক : ২৪৩ আসনবিশিষ্ট বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দরকার ছিল ১২২টি ভোট। তার থেকে আরও ৯টি ভোট বেশি পেয়ে, অর্থাত্ মোট ১৩১টি ভোট পেয়ে আস্থা ভোটে সহজ জয় পেলেন নীতীশ কুমার।  

তেজস্বী ইস্যুতে বুধবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। 'লালু সঙ্গ' ত্যাগ করে বেরিয়ে আসেন RJD, কংগ্রেস, JDU- এর 'মহাজোট' থেকে। নীতীশের 'আপোসহীন' পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে, সঙ্গে সঙ্গেই বিহার বিজেপির পক্ষ থেকে নীতীশ কুমারকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করা হয়। বিজেপির সমর্থনে বিহারে ফের সরকার গঠনের দাবি জানান নীতীশ কুমার। ২৪ ঘণ্টা ঘোরার আগেই, বৃহস্পতিবার সকালে ষষ্ঠবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ কুমার।

নতুন সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে আজ ছিল আস্থা ভোট। নীতীশ কুমারের সমর্থনে ভোট পড়েছে ১৩১টি। বিপক্ষে ভোট পড়েছে ১০৮টি। ৭১ জন JDU বিধায়ক ও ৫৩ জন BJP বিধায়কের কাছ থেকে মোট ১২৪টি ভোট পেয়ে জয় অবশ্য একপ্রকার নিশ্চিতই ছিল।

আরও পড়ুন, 'ধর্ষণের বদলায় ধর্ষণের নির্দেশ!'

.