মণিপুরে জঙ্গি হানায় মৃত ২০ জওয়ান, হামলার দায় স্বীকার NSCN খাপলাং জঙ্গি গোষ্ঠী ও উলফার
মণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হানায় মৃত্যু হল কুড়ি জন সেনা জওয়ানের। নিহত জওয়ানদের মধ্যে রয়েছেন এক সেনা অফিসারও। ঘটনায় আহত হয়েছেন কয়েকজন জওয়ান। হামলার দায় স্বীকার করেছে NSCN খাপলাং জঙ্গি গোষ্ঠী ও উলফা।
ব্যুরো: মণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হানায় মৃত্যু হল কুড়ি জন সেনা জওয়ানের। নিহত জওয়ানদের মধ্যে রয়েছেন এক সেনা অফিসারও। ঘটনায় আহত হয়েছেন কয়েকজন জওয়ান। হামলার দায় স্বীকার করেছে NSCN খাপলাং জঙ্গি গোষ্ঠী ও উলফা।
আজ সকালে চান্ডেল জেলায় টহলদারিতে গিয়েছিলেন ছয় নম্বর ডোগরা রেজিমেন্টের জওয়ানরা। তখনই মায়ানমার সীমান্তের কাছে মল্টুক উপত্যকার চারং গ্রামে এই হামলা হয়। সেনা কনভয়ের রোড ওপেনিং পার্টির গাড়ির সামনে প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়, পরে চারটি গাড়ি লক্ষ্য করে রকেট প্রপেলড গ্রেনেড হামলা হয়। সঙ্গে চলে এলোপাথারি গুলি। গত কুড়ি বছরে উত্তর-পূর্ব ভারতে সেনা বা আধা সামরিক বাহিনীর ওপর এতবড় হামলা আর হয়নি। এই নিয়ে গত তিন মাসে সেনার ওপর তিনবার হামলা হল উত্তর পূর্ব ভারতে।