Nitin Gadkari: প্রাণনাশের হুমকি নীতিন গড়করিকে, তিনবার ফোন কার্যালয়ে
Nitin Gadkari News: ঘটনার খবর পেয়ে আমাদের দল নাগপুরে তাঁর অফিসে পৌঁছে তদন্ত শুরু করে। যিনি হুমকি দিয়েছেন তাঁর সন্ধান শুরু করেছে পুলিস। যত দ্রুত সম্ভব দোষী যেই হোক তাঁকে ধরা হবে বলে জানিয়েছেন তাঁরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে। হুমকি দেওয়া ফোন আসছে তাঁর কাছে। জানা গিয়েছে, শনিবার সকাল থেকে নীতিন গড়করিকে তিন বার হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি পুলিসের নজরে আসার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে। নাগপুরের জনসংযোগ অফিসে একটি হুমকি দেওয়া ফোন এসেছে। এই বিষয়ে খবর পেয়ে পুলিসও জনসংযোগ দফতরে পৌঁছায়।
নীতিন গড়করিকে প্রাণনাশের হুমকি!
নীতিন গড়করিকে মোদী সরকারের অন্যতম সেরা মন্ত্রী হিসাবে বিবেচনা করা হয়। নীতিন গড়করি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন। ট্যুইটারে নীতিন গড়কড়ির ১২ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। নীতিন গড়করি হুমকি পাওয়ার পরেই তোলপাড় শুরু হয়েছে। পুলিস অভিযুক্তকে খুঁজছে।
আরও পড়ুন: SpiceJet Bomb Threat: প্রেমিকার সঙ্গে সময় কাটাবে বন্ধু, ভুয়ো বোমাতঙ্কে উড়ান বাতিল বিমানের
পুলিস অপরাধীদের খোঁজ শুরু করেছে
এক পুলিস অফিসার জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ফোনে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ঘটনার খবর পেয়ে আমাদের দল নাগপুরে তাঁর অফিসে পৌঁছে তদন্ত শুরু করে। যিনি হুমকি দিয়েছেন তাঁর সন্ধান শুরু করেছে পুলিস। যত দ্রুত সম্ভব দোষী যেই হোক তাঁকে ধরা হবে বলে জানিয়েছেন তাঁরা। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Shraddha Walker Murder: জঙ্গলে উদ্ধার শ্রদ্ধার হাড়গোড়ের ময়নাতদন্তে সামনে এল ভয়ংকর চাঞ্চল্যকর তথ্য!
৩ বার আসে হুমকি ফোন
বলা হচ্ছে, নীতিন গড়করি তিনবার হুমকির ফোন পেয়েছেন। প্রথমবার ফোন আসে সকাল ১১.২৯ মিনিটে। এরপরে দ্বিতীয়বার ১১.৩৫ মিনিটে এবং তৃতীয়বার ১২.৩২ মিনিটে ফোন আসে।
বর্তমানে পুলিস এবং দফতরের ঊর্ধ্বতন পুলিস আধিকারিকরা নীতিন গড়কড়ির পিআর অফিসে পৌঁছেছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বর্তমানে নাগপুরে রয়েছেন।