Bad Bank: ৩০ হাজার ৬০০ কোটির গ্যারান্টার সরকার, 'ব্যাড ব্যাঙ্ক' গঠনের ঘোষণা অর্থমন্ত্রীর

ব্যাড ব্যাঙ্ক গঠনের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। 

Updated By: Sep 16, 2021, 10:19 PM IST
Bad Bank: ৩০ হাজার ৬০০ কোটির গ্যারান্টার সরকার, 'ব্যাড ব্যাঙ্ক' গঠনের ঘোষণা অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: বকেয়া ঋণের বোঝায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ন্যুব্জ অনুৎপাদক সম্পত্তির ভারে। সেই ভার লাঘব করতে 'ব্যাড ব্যাঙ্ক' গঠনের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। বৃহস্পতিবার তিনি জানান, দেশের প্রথম ব্যাড ব্যাঙ্ক গঠনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। জাতীয় সম্পদ পুনর্গঠন কোম্পানি লিমিটেডের (National Asset Reconstruction Company Ltd) জন্য ৩০ হাজার ৬০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টি দেবে সরকার। অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত জাতীয় সম্পদ পুনর্গঠন কোম্পানি লিমিটেড নগদে ঋণের ১৫ শতাংশ প্রদান করবে। বাকি ৮৫ শতাংশের গ্যারান্টার হবে সরকার।          

সীতারমন (Nirmala Sitharaman) বলেন,'২০২১ সালে বাজেটে সরকার সম্পদ পুনর্গঠন কোম্পানি ও ঋণ ব্যবস্থাপনা কোম্পানি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এর মাধ্যমে বর্তমান ঋণের মামলাকে গ্রহণ করে তার ব্যবস্থাপনা ও সম্পদ বিক্রি করে পুনরুদ্ধার করা হবে।' 

সীতারমন (Nirmala Sitharaman) আরও বলেন,'২০১৫ সালে ব্যাঙ্কের সম্পদ পর্যালোচনা করা হয়েছিল। তার ফলে বিপুল অনুৎপাদক সম্পত্তি ধরা পড়েছিল। সরকার চার 'আর' কৌশল প্রয়োগ করে- বকেয়া ঋণ সনাক্তকরণ, বিশ্লেষণ, পুনরুদ্ধার ও সংস্কার। ঋণ সনাক্তকরণের পর পরিকল্পিতভাবে তা উদ্ধার করার প্রক্রিয়া শুরু হয়েছে। তাতে গত ৬ অর্থবর্ষে ৫,০১,৪৭৯ কোটি টাকা উদ্ধার করেছে ব্যাঙ্কগুলি। এর মধ্যে ৩.১ লক্ষ কোটি টাকা উদ্ধার হয়েছে ২০১৮ সালের মার্চের পর। ২০১৮-১৯ সালে রেকর্ড ১.২ লক্ষ কোটি টাকা উদ্ধার হয়েছে।'         

আরও পড়ুন- NCRB: প্রতিদিন দেশে ৮০টি খুন ও ৭৭টি ধর্ষণ, হত্যায় শীর্ষে যোগীরাজ্য, ধর্ষণে দ্বিতীয়

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
       

.