মৃত্যুদণ্ড ঠান্ডা মাথায় খুনের সামিল, আদালতে জানাল নির্ভয়াকাণ্ডে অভিযুক্তরা

২০১২ সালের ১৬ই ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন ২৩ বছরের মেডিক্যাল ছাত্রী। ধর্ষণের পাশাপাশি তাঁর উপর নৃশংস অত্যাচার চালায় অভিযুক্তরা।

Updated By: May 4, 2018, 08:44 PM IST
মৃত্যুদণ্ড ঠান্ডা মাথায় খুনের সামিল, আদালতে জানাল নির্ভয়াকাণ্ডে অভিযুক্তরা

নিজস্ব প্রতিবেদন : মৃত্যুদণ্ড ঠান্ডা মাথায় খুনেরই সমতুল। এই যুক্তি দিয়ে সুপ্রিম কোর্টে তাদের মত্যুদণ্ড রদ করার জন্য আর্জি জানিয়েছিল নির্ভয়ার ৪ ধর্ষক। তবে, এই বিষয়ে শুক্রবার কোনও সিদ্ধান্ত নেয়নি আদালত।

আদালত এদিন, চার অপরাধীর মধ্যে দু'জনের বক্তব্য শোনে। অভিযুক্ত বিনয় কুমার ও পবন কুমার আদালকে জানায়, তারা অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য। তাই তাদের মৃত্যুদণ্ড মার্জনা করা হোক। আদালতকে তাদের আইনজীবী এপি সিং বলেন, দোষীরা অপরাধ জগতের সঙ্গে যুক্ত নয়। ঝোঁকের বশে তারা এই কাজ করেছে। তাই তাদের সংশোধনের সুযোগ দেওয়া হোক।

আরও পড়ুন- ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়, চূড়ান্ত সতর্কতা জারি পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে

এরপরই প্রধান বিচারতি দীপক মিশ্র বলেন, দোষী চারজনের ওপর মৃত্যুদণ্ড আপাতত বহাল থাকবে।

২০১২ সালের ১৬ই ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন ২৩ বছরের মেডিক্যাল ছাত্রী। ধর্ষণের পাশাপাশি তাঁর উপর নৃশংস অত্যাচার চালায় অভিযুক্তরা। ১৬ দিন ধরে হাসপাতালের বিছানায় লডা়ই করে অবশেষে মৃত্যু হয় তাঁর। দেশজুড়ে এই ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে। নির্যাতিতার প্রতীকি নামকরণ হয় 'নির্ভয়া'।

.