তলোয়ার হাতে হাসপাতালে সংঘর্ষ, শৌচালয়ে লুকোলেন নার্স-চিকিত্সকরা

Updated By: Oct 30, 2017, 04:53 PM IST
তলোয়ার হাতে হাসপাতালে সংঘর্ষ, শৌচালয়ে লুকোলেন নার্স-চিকিত্সকরা

নিজস্ব প্রতিনিধি:  চিকিত্সা করাতে এসে হাসপাতাল চত্বরেই সংঘর্ষে জড়াল দুই গোষ্ঠী। তলোয়ার-চপার নিয়ে চলল একে অপরের ওপর হামলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হতে হল হাসপাতালের কর্মীদেরও। ভয়ে শৌচালয়ে আশ্রয় নিলেন নার্সরা। সাত সকালেই ত্রাস ছড়াল দক্ষিণ দিল্লির এতটি হাসপাতালে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ভয়ঙ্কর সেই ঘটনার ছবি।



হাসপাতাল সূত্রে খবর, সোমবার ভোর চারটে নাগাদ তিন নাইজেরিয়ান চিকিত্সা করাতে হাসপাতালে আসেন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, একজন চিকিত্সার জন্য হাসপাতালের ভিতরে ঢুকলেও অপর দু'জন বাইরেই দাঁড়িয়ে ছিলেন। আচমকাই অটো করে আরও বেশ কয়েকজন হাসপাতালের সামনে আসেন। ফুটেজে দেখা যাচ্ছে, হাসপাতালের কাঁচের দরজা ভেঙে ভিতরে ঢোকেন আগন্তুকরা। প্রত্যেকেরই হাতে তলোয়ার, চপার। অস্ত্র হাতে উন্মত্তের মতো দাপাদাপি করতে থাকেন তাঁরা। একে অপরের উপর এলোপাথাড়ি হামলা চালান। ঘটনার আকস্মিকতায় চমকে যান হাসপাতালের কর্মীরা। সেই সময়ে কর্তব্যরত নিরাপত্তারক্ষী পরিস্থিতি সামলানোর জন্য এগিয়ে আসেন। তলোয়ার দিয়ে কোপানো হয় তাঁকে। প্রাণ বাঁচাতে হাসপাতালের শৌচালয়ে আশ্রয় নেন নার্স, চিকিত্সক ও অন্যান্য কর্মীরা। পরে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় পুলিস। তবে হাসপাতাল সূত্রে খবর, পুলিস আসার আগেই তাণ্ডব চালিয়ে চম্পট দেন অভিযুক্তরা।

.