ফিলিপিন্সে বসে ভারতীয় তরুণদের নিয়োগ, মহিলা আইএস এজেন্টকে জেরা করবে এনআইএ

Updated By: Nov 5, 2017, 07:02 PM IST
ফিলিপিন্সে বসে ভারতীয় তরুণদের নিয়োগ, মহিলা আইএস এজেন্টকে জেরা করবে এনআইএ

নিজস্ব প্রতিবেদন: ফিলিপিন্সে আটক আইএসের মহিলা এজেন্ট কারেন আইশা হামিদনকে জেরা করবে এনআইএ। আইশাকে জেরা করার জন্য শীঘ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

ফিলিপিন্সে বসে আইশা ভারতীয় তরুণদের আইএস-এ ‌যোগ দেওয়ার জন্য প্ররোচনা দিত। ফেসবুক, ট্যুইটার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে ভারতের মুসলিম তরুণদের দলে টানার চেষ্টা করতো। সম্প্রতি তাকে গ্রেফতার করেছে ফিলিপিন্সের ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন।

ভারতের আইএসের একাধিক মডিউল সম্পর্কে তদন্ত করতে গিয়ে আইশাকে খুঁজে পায় এনআইএ। বছর খানেক আগে এনআইয়ের হাতে গ্রেফাতর হয় ইন্ডিয়ান ওয়েলের কর্মী মহাম্মদ সিরাজুদ্দিন। তাকে জয়পুর থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, তামিলানাড়ু থেকে গ্রেফতার করা হয় ২২ বছরের কম্পিউটার ইঞ্জিনিয়ার মহম্মদ নাসির। এদের দুজনকেও জেরা করে আইশার নাম পায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ফলে ভারতের আইএস-এর জাল সম্পর্কে জানতে গেলে এনআইএর কাছে আইশা ‌যথেষ্ঠই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-পুরুষদের পর এবার এশিয়া কাপে হকিতে চ্যাম্পিয়ন ভারতের মহিলারা

.