সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে মহাকাল মন্দিরে ভষ্মারতি!

Updated By: Nov 5, 2017, 06:41 PM IST
সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে মহাকাল মন্দিরে ভষ্মারতি!

নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ভষ্ম ঢেলে পুজো করলেন পুরোহিতরা। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, জ্যোর্তিলিঙ্গ কাপড় দিয়ে না ঢেকেই মহাকাল মন্দিরে ভষ্মারতি করা হচ্ছে। যদিও  ভিডিও-র সত্যতা যাচাই করেনি ২৪ ঘণ্টা ডট কম।  

মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মন্দিরে মহাকাল মন্দিরের শিবলিঙ্গটি বাঁচাতে সম্প্রতি নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট। পুজোর আচার বেঁধে দেওয়া হয়েছে। গঙ্গা জলের বদলে বিশুদ্ধ জল নিয়ে পুজো ঢালতে হবে ভক্তদের। প্রতিদিন বিকেল ৫টার পর আর জল অভিষেক করা যাবে না। 

বর্তমানে ভষ্মারতির সময়ে লিঙ্গের অর্ধেক অংশ ঢেকে রাখা হয়। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, গোটা লিঙ্গটিকেই কাপড় দিয়ে ঢাকতে হবে। কিন্তু সেই নির্দেশ মানছে না মন্দির কর্তৃপক্ষ। তবে, এই ভিডিও সুপ্রিম কোর্টের রায়ে আগের কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

আরও পড়ুন, মহাকালের পুজোয় শুধুই পরিশ্রুত জল ঢালতে হবে ভক্তদের, নির্দেশ সুপ্রিম কোর্টের

.