বিজয়া দশমী থেকে বদলাচ্ছে আরএসএসের ইউনিফর্ম

রিটায়ারমেন্ট' নেবে আরএসএসে-র ৯১ বছরের পুরনো ইউনিফর্ম খাকি হাফপ্যান্ট। বিজয়া দশমীতে মায়ের সঙ্গেই ভাসান যাবে আরএসএসের পুরনো ইউনিফর্ম। চলতি বছরের অক্টোবর মাস থেকে আসবে নতুন বাদামি রঙয়ের ট্রাউজার। বুধবার একথা জানিয়েছেন আরএসএসের কোঙ্কন অঞ্চলের সঙ্ঘচালক সতীস মোধ।

Updated By: Mar 16, 2016, 06:34 PM IST
বিজয়া দশমী থেকে বদলাচ্ছে আরএসএসের ইউনিফর্ম

ওয়েব ডেস্ক: 'রিটায়ারমেন্ট' নেবে আরএসএসে-র ৯১ বছরের পুরনো ইউনিফর্ম খাকি হাফপ্যান্ট। বিজয়া দশমীতে মায়ের সঙ্গেই ভাসান যাবে আরএসএসের পুরনো ইউনিফর্ম। চলতি বছরের অক্টোবর মাস থেকে আসবে নতুন বাদামি রঙয়ের ট্রাউজার। বুধবার একথা জানিয়েছেন আরএসএসের কোঙ্কন অঞ্চলের সঙ্ঘচালক সতীস মোধ।

শুধু রং নয়, বদল হয়েছে আকারেও। হাফের বদলে এবার থেকে আরএসএসের ইউনিফর্ম হবে ফুল প্যান্ট। রাজস্থানে অখিল ভারতীয় প্রতিনিধি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মূলত যুব সমাজকে দলে টানার লক্ষ্যেই ইউনিফর্ম বদল করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে কি কারণে তা বাদামি রঙয়ের করা হল তার কোনও পাওয়া যায়নি।

.