দেশে Coronavirus-র নতুন প্রজাতির সন্ধান এখনও মেলেনি, জানালেন NITI Aayog সদস্য

ব্রিটেনে নতুন প্রজাতির করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর কথা মাথায় রেখে সোমবার ব্রিটেনের উড়ান দেশে নিষিদ্ধ করেছে ভারত

Updated By: Dec 22, 2020, 07:21 PM IST
দেশে Coronavirus-র নতুন প্রজাতির সন্ধান এখনও মেলেনি, জানালেন NITI Aayog সদস্য
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের নতুন Strain বা নতুন প্রজাতির এক করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত ব্রিটেন। বিশ্বের একাধিক দেশে ওই  Strain-র দেখা মিলেছে। ফলে আশঙ্কায় ভারতও। বিদেশে থেকে আগত বেশ কয়েক জনের দেহে মিলেছে করোনাভাইরাসের অস্তিত্ব। এর মধ্যে কলকাতারও দুজন রয়েছেন। তবে ওই ভাইরাস করোনার নতুন  Strain কিনা তা এখনও জানা যায়নি। এনিয়ে দেশবাসীকে আশ্বাস দিলেন NITI Aayog-র সদস্য ডা ভি কে পল।

আরও পড়ুন-পরিবর্তনের পরিবর্তন চাই, তোলাবাজ ভাইপোর হাত থেকে বাংলা বাঁচাও: Suvendu

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের এক সাংবাদিক সম্মেলনে ভি কে পল বলেন, করোনাভাইরাসের(Coronavirus) যে প্রজাতিটি ব্রিটেনে(UK) দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে তা এখনও ভারতে মেলেনি। আতঙ্কের কোনও কারণ নেই। এর ওপরে কড়া নজর রয়েছে সরকারের।

ভি কে পল আরও বলেন, 'ব্রিটেনে করোনার যে Strain-টির দেখা মিলেছে তা দ্রুত সংক্রমণ ছড়ায়। তবে তা রোগের জটিলতা বাড়াচ্ছে না। এতে মৃত্যুর ঘটনাও বাড়ছে না।'

করোনার যে ভ্যাকসিন ভারতে আসছে তা তৈরির ওপরে কি এই নতুন প্রজাতি কোনও প্রভাব ফেলবে? ভি কে পল বলেন, ওই নতুন Strain এর কোনও প্রভাব ভ্যাকসিন উত্পাদনে পড়বে না।

আরও পড়ুন-'উনি ব্যবসায়ী মানুষ, ওনার সঙ্গে আমাদের আবার চ্যালেঞ্জ কীসের?' PK-কে পাল্টা Kailash

দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, দেশে বর্তমানে করোনা রোগীর সুস্থতার হার ৯৫ শতাংশ। সক্রিয় আক্রান্ত ৩ লাখের কম। সাড়ে পাঁচ মাস পর দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখের নীচে নেমে এসেছে।
 
উল্লেখ্য, ব্রিটেনে নতুন প্রজাতির করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর কথা মাথায় রেখে সোমবার ব্রিটেনের উড়ান দেশে নিষিদ্ধ করেছে ভারত। এর মধ্যেই যাঁরা ব্রিটেন থেকে দেশে এসেছেন তাঁদের RT-PCR কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।  

.