দুর্ঘটনা ঠেকাতে দিনের বেলাতেও জ্বালাতে হবে গাড়ির হেডলাইট!
নতুন নিয়ম আনছে কেন্দ্রীয় সরকার। এপ্রিল থেকে গোটা দেশে চালু হবে এমন নিয়ম যেখানে সমস্ত দু চাকার মোটরবাইক আরোহীকে দিনের বেলাতেও গাড়ির হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মত প্রত্যেকটি দু চাকার মোটরবাইকে একটি সিস্টেম এপ্রিল থেকে অবশ্যই রাখতে হবে। দুচাকার মোটরবাইকের ক্ষেত্রে 'অটোম্যাটিক হেডল্যাম্প অন' সিস্টেমকে বাধ্যতামূলক করতে চলেছে সরকার। চার চাকার কিংবা আরও বেশি চাকার গাড়ির ক্ষেত্রে 'ডে-টাইম রানিং ল্যাম্প' সিস্টেম চালুর কথাও বলছে কেন্দ্রীয় সরকার। মূলত রোড সেফটি সচেতনতা এবং পথ দূর্ঘটনার ঘটনায় রাশ টানতেই এই উদ্যোগ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার।
ওয়েব ডেস্ক: নতুন নিয়ম আনছে কেন্দ্রীয় সরকার। এপ্রিল থেকে গোটা দেশে চালু হবে এমন নিয়ম যেখানে সমস্ত দু চাকার মোটরবাইক আরোহীকে দিনের বেলাতেও গাড়ির হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মত প্রত্যেকটি দু চাকার মোটরবাইকে একটি সিস্টেম এপ্রিল থেকে অবশ্যই রাখতে হবে। দুচাকার মোটরবাইকের ক্ষেত্রে 'অটোম্যাটিক হেডল্যাম্প অন' সিস্টেমকে বাধ্যতামূলক করতে চলেছে সরকার। চার চাকার কিংবা আরও বেশি চাকার গাড়ির ক্ষেত্রে 'ডে-টাইম রানিং ল্যাম্প' সিস্টেম চালুর কথাও বলছে কেন্দ্রীয় সরকার। মূলত রোড সেফটি সচেতনতা এবং পথ দুর্ঘটনার ঘটনায় রাশ টানতেই এই উদ্যোগ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার।