ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে এবার দারুণ সুবিধা!
ট্রেনে টিকিট কাটার ক্ষেত্রে এবার দারুণ সুবিধা। নতুন অ্যাপ আনছে IRCTC। যার মাধ্যমে আরও তাড়াতাড়ি আরও সহজে কেটে ফেলা যাবে টিকিট।
Updated By: Jan 7, 2017, 12:14 PM IST
ওয়েব ডেস্ক : ট্রেনে টিকিট কাটার ক্ষেত্রে এবার দারুণ সুবিধা। নতুন অ্যাপ আনছে IRCTC। যার মাধ্যমে আরও তাড়াতাড়ি আরও সহজে কেটে ফেলা যাবে টিকিট।
আগামী সপ্তাহেই IRCTC নতুন এই অ্যাপ নিয়ে আসছে বলে জানা গেছে। নতুন অ্যাপে বদলে যাবে নামও। নতুন অ্যাপটির নাম হবে IRCTC রেল কানেক্ট। নতুন অ্যাপে থাকবে বেশকিছু নতুন ফিচার যার মাধ্যমে টিকিট কাটা অনেক সহজ হবে। নতুন অ্যাপটি লিঙ্ক করা থাকবে IRCTC ওয়েবসাইটের সঙ্গেও। যা এখন বর্তমান অ্যাপে নেই।
নতুন অ্যাপে সেভ করে রাখা যাবে প্যাসেঞ্জার ডিটেইলস। আগের জার্নির ডিটেইলস। আপনি চাইলে রিজার্ভেশন স্যাটাস, ক্যানসেলেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। পাবেন আপকামিং জার্নি অ্যালার্ট।