অনলাইন লেনদেনের জন্য নতুন অ্যাপ
এক ঢিলে দুই পাখি। ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গেই ক্যাশলেস সোসাইটি, ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে ডিজি-ধন মেলায় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এক অভিনব অ্যাপের। যার মাধ্যমে আধার ব্যবহার করে খুব সহজেই অর্থের লেনদেন করতে পারবেন আম আদমি।
ওয়েব ডেস্ক: এক ঢিলে দুই পাখি। ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গেই ক্যাশলেস সোসাইটি, ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে ডিজি-ধন মেলায় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এক অভিনব অ্যাপের। যার মাধ্যমে আধার ব্যবহার করে খুব সহজেই অর্থের লেনদেন করতে পারবেন আম আদমি।
Delhi: PM Narendra Modi launches a mobile app to make digital payments easier at the Digi-Dhan Mela at the Talkatora Stadium pic.twitter.com/FjQOh22lgL
— ANI (@ANI_news) December 30, 2016
Delhi: PM Narendra Modi at Digi-Dhan Mela at the Talkatora Stadium, to launch a mobile app to make digital payments easy pic.twitter.com/KCf5J6cvgl
— ANI (@ANI_news) December 30, 2016
৩১ ডিসেম্বর জাতির উদ্দেশে বক্তৃতা রাখবেন দেশের প্রধানমন্ত্রী। নোট বাতিলের পর ৫০ দিনের সময় চেয়েছিলেন মোদী। সুদিন কী আদৌ এসেছে? মোদীর হয়ে কখনও কখনও ব্যাট করেছেন অর্থমন্ত্রী অরুন জেটলি কখনও আবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। তবে মোদী যাই বলুন বিরোধীরা কিন্তু এককাট্টা হয়ে বিজেপি বিরোধীতায় পথে নেমছেন। কিন্তু দমে যাওয়ার পাত্র নন মোদীও। নোট বাতিল থেকে ক্যাশলেস সোসাইটি নিজের সিদ্ধান্তে অবিচল থেকেছেন প্রধানমন্ত্রী। আগেও কী তাই থাকবেন? উত্তর দেবে সময়।