আরও সুরক্ষা নিয়ে বাজারে আসছে নতুন ১০ টাকার নোট

৫০০, ২০০০-এর পর এবার ১০ টাকার নোট। বদলে যাচ্ছে পুরনো ১০ টাকার নোট। আরও সুরক্ষা নিয়ে খুব শিগগিরই নতুন ১০ টাকার নোট বাজারে আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক ।

Updated By: Mar 9, 2017, 03:45 PM IST
আরও সুরক্ষা নিয়ে বাজারে আসছে নতুন ১০ টাকার নোট

ওয়েব ডেস্ক : ৫০০, ২০০০-এর পর এবার ১০ টাকার নোট। বদলে যাচ্ছে পুরনো ১০ টাকার নোট। আরও সুরক্ষা নিয়ে খুব শিগগিরই নতুন ১০ টাকার নোট বাজারে আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক ।

RBI সূত্রে জানা গেছে, ২০০৫ সালের মহাত্মা গান্ধী সিরিজের নোটগুলিতে এবার থেকে দুটো নাম্বার প্যানেলেই থাকবে L অক্ষরটি। থাকবে গভর্নর উর্জিত প্যাটেলের সই। নোটের উল্টো পিঠে উল্লেখ থাকবে নোট ছাপা হওয়ার সাল ২০১৭। দুটো প্যানেলেই ডিজিটগুলো লেখা থাকবে বাঁদিক থেকে ছোট থেকে বড় হরফে। প্রথম তিনটে আলফা-নিউমেরিক ক্যারাক্টার হবে একই সাইজের।

তবে নতুন ১০ টাকার নোট বাজারে এলেও, পুরনো ১০ টাকার নোটগুলি বাতিল করা হবে না বলে পরিষ্কার করে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

আরও পড়ুন, আরও ৪ রাজ্যে এবার 'মোমোজ অন হুইলস', বাঙালি তরুণ দম্পতির স্টার্টআপে নয়া সাফল্য

.