অ্যাকাউন্ট খালি? প্রাইভেট ব্যাঙ্কে ফাইন সরকারি ব্যাঙ্কের ৬ গুণ
সরকারি ব্যাঙ্ক 'স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া'র পর এবার বেসরাকারি ব্যাঙ্ক 'এইচ ডি এফসি'তেও চালু হতে চলেছে একই নিয়ম, শূন্য অ্যাকাউন্টে উপভোক্তাকে গুণতে হবে মোটা অঙ্কের ফাইন! অ্যাকাউন্ট খালি থাকলেই ফাইন, তবে তা সরকারি ব্যাঙ্কের তুলনায় ৬ গুণ বেশি, জানিয়ে দিল বেসরাকারি ব্যাঙ্ক 'এইচ ডি এফসি'। অ্যাকাউন্টে নূনতম ৫০০০ টাকা না থাকলে 'এইচ ডি এফসি' ব্যাঙ্ক ফাইন চার্জ করবে ৬০০ টাকা। 'এইচ ডি এফসি' ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর আদিত্য পুরী, দ্য ইকনোমিক টাইমস ম্যাগাজিনে দেওয়া একটা সাক্ষাৎকারে জানিয়েছেন, "উদাহরণ হিসেবে ভাবুন, আমাদের ব্যাঙ্কে ১০ হাজার টাকার একটা সেভিংস আক্যাউন্ট খোলা হল। আমাকে তাঁকে ৪ শতাংশ সুদ দিতে হবে, সিআরআর (CRR) বাবদ ৪ শতাংশ রাখতে হচ্ছে। এরপর বছরে মাত্র ২০০ টাকা আমি রোজগার করি। এই ২০০ টাকার মধ্যে কী কী চাই? ফ্রি এটিএম, চেক বুকের কোনও চার্জ নেই, ক্যাশ হ্যান্ডেলিং-এর কোনও চার্জ নেই।" এখানেই শেষ নয়, ফাইন চার্জ নিয়ে স্টেট ব্যাঙ্কের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, "এসবিআই ও ফাইন চার্জের গুরুত্ব বুঝেছে"।
ওয়েব ডেস্ক: সরকারি ব্যাঙ্ক 'স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া'র পর এবার বেসরাকারি ব্যাঙ্ক 'এইচ ডি এফসি'তেও চালু হতে চলেছে একই নিয়ম, শূন্য অ্যাকাউন্টে উপভোক্তাকে গুণতে হবে মোটা অঙ্কের ফাইন! অ্যাকাউন্ট খালি থাকলেই ফাইন, তবে তা সরকারি ব্যাঙ্কের তুলনায় ৬ গুণ বেশি, জানিয়ে দিল বেসরাকারি ব্যাঙ্ক 'এইচ ডি এফসি'। অ্যাকাউন্টে নূনতম ৫০০০ টাকা না থাকলে 'এইচ ডি এফসি' ব্যাঙ্ক ফাইন চার্জ করবে ৬০০ টাকা। 'এইচ ডি এফসি' ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর আদিত্য পুরী, দ্য ইকনোমিক টাইমস ম্যাগাজিনে দেওয়া একটা সাক্ষাৎকারে জানিয়েছেন, "উদাহরণ হিসেবে ভাবুন, আমাদের ব্যাঙ্কে ১০ হাজার টাকার একটা সেভিংস আক্যাউন্ট খোলা হল। আমাকে তাঁকে ৪ শতাংশ সুদ দিতে হবে, সিআরআর (CRR) বাবদ ৪ শতাংশ রাখতে হচ্ছে। এরপর বছরে মাত্র ২০০ টাকা আমি রোজগার করি। এই ২০০ টাকার মধ্যে কী কী চাই? ফ্রি এটিএম, চেক বুকের কোনও চার্জ নেই, ক্যাশ হ্যান্ডেলিং-এর কোনও চার্জ নেই।" এখানেই শেষ নয়, ফাইন চার্জ নিয়ে স্টেট ব্যাঙ্কের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, "এসবিআই ও ফাইন চার্জের গুরুত্ব বুঝেছে"।
মেট্রো শহরে যদি কোনও উপভোক্তা 'এইচ ডি এফসি' ব্যাঙ্কের অ্যাকাউন্টে নূনতম সঞ্চয় না রাখেন তাহলে ব্যাঙ্ক সেই উপভোক্তার কাছ থেকে ৬০০ টাকা ফাইন কাটবে।