১০ কেজি মাদক-সহ গ্রেফতার দুই নেপালি মহিলা
এই দুই মহিলা কোনও বড় মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা তা তদন্ত করে দেখছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার সন্ধ্যায় নির্দিষ্ট সূত্রের খবরের ভিত্তিতে একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কেজি মাদক-সহ দুই মহিলাকে গ্রেফতার করল পুলিস। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারে।
হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর একটি বাসে তল্লাশি চালায় পুলিস। বাস থেকে আটক করা হয় দুই মহিলা যাত্রীকে। তাঁদের তল্লাশি করে প্রায় ১০ কেজি চরস উদ্ধার হয়েছে যার বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
Gaurav Singh, Superintendent of Police, Kullu: Police arrested two Nepali women & seized narcotics substance weighing more than 9 kg. Case has been registered. (26/07) #HimachalPradesh pic.twitter.com/9HQO9z3zTf
— ANI (@ANI) July 26, 2019
আরও পড়ুন: অনন্তনাগ থেকে গ্রেফতার অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামলায় মূল অভিযুক্ত
কুলুর পুলিস সুপার গৌরব সিং জানান, ওই দুই মহিলা নেপালের কপিলাবস্তু জেলার বাসিন্দা। নাম, স্বপ্না (৩৩) আর রানী (৩০)। কুলুর মণিকরণ এলাকা থেকে বাসে চড়ে হিমাচল প্রদেশে বিক্রির উদ্দেশ্যে এই নিষিদ্ধ মাদক নিয়ে আসছিল এই দুই মহিলা। এই দুই মহিলা কোনও বড় মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা তা তদন্ত করে দেখছে পুলিস।