NEET-UG 2021: নির্ধারিত তারিখেই নিট পরীক্ষা, স্থগিতের আবেদন খারিজ সুপ্রিমকোর্টে

পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে বলল NTA

Updated By: Sep 6, 2021, 03:04 PM IST
NEET-UG 2021: নির্ধারিত তারিখেই নিট পরীক্ষা, স্থগিতের আবেদন খারিজ সুপ্রিমকোর্টে

নিজস্ব প্রতিবেদন: নিট ২০২১ স্নাতকোত্তরের পরীক্ষা (NEET UG 2021 EXAM) হবে নির্ধারিত সূচি মেনেই। সোমবার পরীক্ষা স্থগিত রাখার আবেদন খারিজ করল সুপ্রিমকোর্ট (Supreme Court)। আদালত রায়ে স্পষ্ট জানায়, প্রায় ১৬ লাখ পরীক্ষার্থী নিট পরীক্ষা দেবেন। তাই গুটিকয়েক পরীক্ষার্থীর আবেদন পূরণ করতে পরীক্ষা পিছিয়ে দেওয়া সম্ভব নয়। ১২ সেপ্টেম্বরেই হবে নিট পরীক্ষা। 

অপরদিকে, পরীক্ষার্থীদের একাংশের দাবি, করোনা পরিস্থিতিতে দেশে বিভিন্ন রাজ্যে এখনও বিধিনিষেধ বহাল রয়েছে। বাতিল করা হয়েছে অন্যান্য পরীক্ষাও। নিটের অন্তর্গত অন্যান্য পরীক্ষাগুলিও মেডিকেল এন্ট্রান্সের সঙ্গে একইদিনে রাখা হয়েছে। আর যার জেরেই সমস্যায় পড়েছেন তারা। শীর্ষ আদালতে পরীক্ষা স্থগিতের আবেদন জানালে আজ তা খারিজ হয়।

আরও পড়ুন: WB Police Constable 2021 Exam: কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট? জেনে নিন

প্রসঙ্গত, গত পয়লা অগাস্ট থেকে নিট স্নাতকোত্তর পরীক্ষা শুরুর কথা থাকলেও বিভিন্ন সমস্যার কথা মাথায় রেখে তা পিছিয়ে দেওয়া হয়। বৈঠকের পর শিক্ষামন্ত্রক পরীক্ষার তারিখ ১২ সেপ্টেম্বর নির্ধারণ করে। পরীক্ষা নিয়ামক সংস্থা NTA-র স্পষ্ট নির্দেশ, পরীক্ষার্থীদের  যাবতীয় প্রস্তুতির দিকেই নজর রাখতে বলা হয়েছে।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.