উপ-রাষ্ট্রপতি নির্বাচনেও 'ক্লিন সুইপ' NDA-র; বড় ব্যবধানে জয়ী বেঙ্কাইয়া নাইডু
ওয়েব ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনের পর এবার উপ-রাষ্ট্রপতি নির্বাচনেও 'ক্লিন সুইপ' NDA প্রার্থীর। ৭৬০টি বৈধ ভোটের মধ্যে একাই ৫১৬ ভোট পেয়ে দেশের পরবর্তী উপ-রাষ্ট্রপতি হলেন নরেন্দ্র মোদী-অমিত শাহদের প্রার্থী বেঙ্কাইয়া নাইডু। বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছেন ২৪৪টি ভোট। দেশের পরবর্তী উপ-রাষ্ট্রপতি হিসেবে আগামী ১৮ অগাস্ট শপথ নেবেন ভেঙ্কাইয়া।
Congratulations to @MVenkaiahNaidu Garu on being elected India’s Vice President. My best wishes for a fruitful & motivating tenure.
— Narendra Modi (@narendramodi) August 5, 2017
তিনি দেশের ১৩তম উপ-রাষ্ট্রপতি হলেন। জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের বক্তব্য, 'নির্বাচনে হারের মুখোমুখি হলেও, নিজেদের আদর্শ থেকে আমরা সরে আসব না।' অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বেঙ্কাইয়া নাইডুকে তাঁর জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
Congratulations to Venkaiah Naidu Ji, who will be our next Vice President. We wish him well
— Mamata Banerjee (@MamataOfficial) August 5, 2017
আজ সকালে থেকেই এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছিল চরমে। সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই নির্বাচনে ভোট পড়েছে ৯৮.২১ শতাংশ।
আরও পড়ুন- আজ উপরাষ্ট্রপতি নির্বাচন, সংখ্যার দৌড়ে অনেকটাই এগিয়ে বিজেপির বেঙ্কাইয়া নাইডু