রাজ্যের অধিকারে হস্তক্ষেপ নয় এনসিটিসি: চিঠিতে চিদম্বরম

জাতীয় সন্ত্রাসদমন কেন্দ্র বা ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টার (এনসিটিসি) নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত সামাল দিতে দশটি রাজ্যকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। তিনি লিখেছেন, "সন্ত্রাসদমন কেন্দ্র ও রাজ্য উভয়েরই দায়িত্ব... আমি আশ্বস্ত করছি, রাজ্য সরকারকে সঙ্গে নিয়েই কাজ করবে কেন্দ্র।"

Updated By: Feb 24, 2012, 07:59 PM IST

জাতীয় সন্ত্রাসদমন কেন্দ্র বা ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টার (এনসিটিসি) নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত সামাল দিতে দশটি রাজ্যকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। তিনি লিখেছেন, "সন্ত্রাসদমন কেন্দ্র ও রাজ্য উভয়েরই দায়িত্ব... আমি আশ্বস্ত করছি, রাজ্য সরকারকে সঙ্গে নিয়েই কাজ করবে কেন্দ্র।"
এই চিঠির সঙ্গে এনসিটিসি-র বিস্তারিত বিবরণ সমেত একটি নোটও পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও চিঠি পাঠানো হয়েছে বিহার, গুজরাত, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্নাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে। চিদম্বরমের দাবি, কেন্দ্রের হস্তক্ষেপ নয়, সন্ত্রাসদমন প্রশ্নে রাজ্য সরকারের সঙ্গে যৌথ ভাবেই কাজ করতে চায় কেন্দ্র।

২০০৮-এ ২৬/১১-র নাশকতার পর সন্ত্রাসবাদ মোকাবিলায় কেন্দ্রের তত্ত্বাবধানে এনসিটিসি-র মতো একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সংস্থা তৈরির প্রস্তাব দিয়েছিলেন চিদম্বরম। সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পর্কে আগাম তথ্য জানা, জঙ্গি হামলারোধে অপারেশন চালানো এবং নাশকতার পর তদন্ত-এই তিনটি দায়িত্বই এনসিটিসিকে দেওয়া হবে বলে ভাবনাচিন্তা করছে নর্থ ব্লক। বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থাগুলিকে এনসিটিসি-র ছাতার তলায় আনার ব্যাপারেও পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। আগামী ১ মার্চ থেকে কাজ শুরু করার কথা এনসিটিসি-র। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এ ব্যাপারে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে।

এনসিটিসি নিয়ে এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে নীতি নিয়েছে, তাতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে। তাই রাজ্যের পক্ষে এই সিদ্ধান্ত মানা সম্ভব নয়। তাঁর আপত্তির কথা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এনসিটিসি-র গঠন, কার্যকলাপ ও অধিকারের পরিধি সংক্রান্ত বর্তমান খসড়া বাতিলের দাবি তুলেছেন। কিন্তু চিদম্বরমের মন্ত্রকের আধিকারিকরা রাজ্যগুলির এই আশঙ্কাকে `অমূলক` বলেই মনে করছেন। তাঁদের যুক্তি,কেন্দ্র-রাজ্য সংঘাত এড়াতে এনসিটিসি-র মধ্যে একটি `স্থায়ী পরিষদ` গঠন করা হবে।
প্রতিটি রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলির শীর্ষ কর্তারা এই পরিষদে থাকবেন। ফলে রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ চালাতে অসুবিধে হবে না এনসিটিসি`র।

.