দুঃসাহসিক অভিযান, সাগরদ্বীপের কাছে জ্বলন্ত ভেসেল নোঙর করল নৌসেনা
বুধবার রাতে সাগরদ্বীপের কাছে আগুন লাগে পণ্যবাহী ভেসেলে।
নিজস্ব প্রতিবেদন: দুঃসাহসিক অভিযান করে সাগরদ্বীপের কাছে ভাসমান জ্বলন্ত পণ্যবাহী ভেসেলকে নোঙর করল ভারতীয় নৌসেনা। ৪২ সি হেলিকপ্টার থেকে ভেসেলে নেমে ভেসেলটি নোঙর করা হয়। ফলে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমার আগেই থামানো গিয়েছে ভেসেলটিকে।
#RescueAtAnyCost @indiannavy Marcos & Divers undertake a daring rescue operation off Sunderbans to prevent merchant ship SSL Kolkata drifting on to sand banks. Winch down on burning ship & drop ships anchor @DefenceMinIndia @SpokespersonMoD @IndiaCoastGuard @IAF_MCC @nsitharaman pic.twitter.com/dhtcgab7aC
— SpokespersonNavy (@indiannavy) June 16, 2018
বুধবার রাতে সাগরদ্বীপের কাছে আগুন লাগে পণ্যবাহী ভেসেলে। প্রাণ বাঁচাতে ভেসেল ছাড়েন ২২ জন কর্মী। এরপর যুদ্ধকালীন তত্পরতায় অভিযান শুরু করে নৌসেনা। আনা হয় হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে জাহাজের ৩ কর্মীকে নামানো হয়। সিম্যানশিপ গিয়ার দিয়ে নোঙর করা হয় জাহাজটি।
Have a close look pic.twitter.com/AW38z6wLeZ
— SpokespersonNavy (@indiannavy) June 16, 2018
SSL Kolkata drifting in Ganges Delta off Sunderbans pic.twitter.com/QmxO1zh67Z
— SpokespersonNavy (@indiannavy) June 16, 2018
Winching Operation in progress pic.twitter.com/sF7UCJKu7K
— SpokespersonNavy (@indiannavy) June 16, 2018
ভেসেলটি যাতে ভেসে বাংলাদেশের জলসীমা পেরিয়ে না যায়, তা নিশ্চিত করাই ছিলনৌসেনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিবেশ দূষণের কারণে গঙ্গা মোহনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। ১৫ জুন অভিযান শুরু করেছিল নৌসেনা। সহযোগিতার জন্য তৈরি রাখা হয়েছিল উপকূলবাহিনীকেও।
আরও পড়ুন- দিল্লির 'সঙ্কটে' প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন মমতা