জরুরি খবর! ধর্মঘটে কর্মীরা, বুধবার বন্ধ থাকবে ব্যাঙ্ক

ব্যাঙ্ক অব বারোদা, বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের সংযুক্তিকরণে অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। তা নিয়েই বিবাদ। 

Updated By: Dec 25, 2018, 08:50 PM IST
জরুরি খবর! ধর্মঘটে কর্মীরা, বুধবার বন্ধ থাকবে ব্যাঙ্ক

নিজস্ব প্রতিবেদন: বুধবার দেশজুড়ে ধর্মঘটের জেরে প্রভাবিত হতে পারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পরিষেবা। বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের সঙ্গে ব্যাঙ্ক অব বারোদার সংযুক্তিকরণের সিদ্ধান্তের বিরোধিতায় ধর্মঘটের ডাক দিয়েছে কর্মচারি সংগঠনগুলি। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি বন্ধ তবে সচল থাকবে বেসরকারি ব্যাঙ্কের পরিষেবা। 

এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ব্যাঙ্ক ধর্মঘট। গত শুক্রবার সংযুক্তিকরণের বিরোধিতায় ধর্মঘট পালন করেছিল অফিসারদের সংগঠন। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নসের ছাতার বুধবার ধর্মঘট ডেকেছে অল ইন্ডিয়া অফিসারস কনফেডারেশন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ন্যাশনাল কনফেডারেশন অব ব্যাঙ্ক এমপ্লয়িজ ও ন্যাশনাল অর্গানাইজেশন অব ব্যাঙ্ক ওয়াকার্স। ১০ লক্ষ ব্যাঙ্ককর্মী তাদের সদস্য বলে দাবি করেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিএইচ বেকাটচলম জানান, প্রধান শ্রম কমিশনারের বৈঠকের পর কোনও আশ্বাস মেলেনি। সে কারণে ধর্মঘটে যেতে বাধ্য হয়েছে শ্রমিক সংগঠনগুলি।     

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ব্যাঙ্ক অব বারোদা, বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের সংযুক্তিকরণে অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। কর্মচারি সংগঠনগুলির দাবি, সরকার ব্যাঙ্কগুলির আকার বাড়াতে সচেষ্ট। কিন্তু সেগুলিকে একত্রীকরণ করলেও তা বিশ্বের প্রথম দশে ঠাঁই পাবে না। এনিয়ে এখনও পর্যন্ত সরকার বা ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

আরও পড়ুন- প্রয়াত হলেন ১৫,০০০ শিশুর প্রসব করানো জননী আম্মা

গতবছর স্টেট ব্যাঙ্কের আওতাধীন পাঁচটি ব্যাঙ্ক ও ভারতীয় মহিলা ব্যাঙ্কের সংযুক্তিকরণের অনুমোদন দিয়েছিল সরকার। সংযুক্তিকরণের পর বিশ্বের প্রথম ৫০টি ব্যাঙ্কের তালিকায় চলে এসেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।   

 

.