নাসার ক্যামেরায় দিওয়ালির ভারতের নজরকাড়া ছবি
নিজস্ব প্রতিবেদন : সবুজাভ অন্ধকার অর্ধগোলক পৃথিবী। তারই মাঝে একটা অংশ জুড়ে জ্বল জ্বল করছে অসংখ্য সোনালি আলো। সেই সোনালি আলোয় আলোকিত হয়ে উঠেছে গোটা এলাকা। এমনকি মহাকাশও যেন! নাসার ক্যামেরায় ধরা পড়ল দিওয়ালির ভারতের এমনই চোখ জুড়ানো ছবি।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ভারতীয় উপমহাদেশের এই ছবিটি তুলেছেন ইটালিয়ান মহাকাশচারী পাওলো নেসপলি। ষাটোর্ধ্ব মহাকাশচারী টুইটারে ছবিটি শেয়ার করে লেখেন, "আজ থেকে শুরু হল হিন্দুদের আলোর উত্সব দিওয়ালি।" একইসঙ্গে সবাইকে দীপাবলির শুভেচ্ছাও জানান তিনি।
Diwali, the Hindu Festival of Lights, starts today. #HappyDiwali to everyone! #VITAmission pic.twitter.com/Uygnc8tTWx
— Paolo Nespoli (@astro_paolo) October 19, 2017
পাওলো ছবিটি টুইটারে শেয়ার করতেই ভাইরাল হয়ে যায়। সাড়ে তিন হাজারের বেশিবার শেয়ার হয়েছে ছবিটি। অনেকে অবশ্য ছবিতে দেখতে পাওয়া কমলা রেখাটিকে ভারত-পাকিস্তান সীমান্ত বলে দাবি করেছেন।
আরও পড়ুন, গন্ধ শুকতে নারাজ, সিআইএ-র চাকরি থেকে ছাটাই লুলু'র