২৬/১১-এর আতঙ্ক ভুলে আজ খুলছে নারিমান হাউস

  ছাব্বিশ এগারোর সন্ত্রাস হানার স্মৃতি এখনও তাজা। এখনও রয়েছে দেওয়ালে বুলেটের চিহ্ন । সন্ত্রাসের সেইসব ভয়ঙ্কর স্মৃতি সঙ্গে নিয়ে  আজ খুলছে নারিমান হাউজ।

Updated By: Aug 26, 2014, 08:47 AM IST
২৬/১১-এর আতঙ্ক ভুলে আজ খুলছে নারিমান হাউস

মুম্বই:  ছাব্বিশ এগারোর সন্ত্রাস হানার স্মৃতি এখনও তাজা। এখনও রয়েছে দেওয়ালে বুলেটের চিহ্ন । সন্ত্রাসের সেইসব ভয়ঙ্কর স্মৃতি সঙ্গে নিয়ে  আজ খুলছে নারিমান হাউজ।

ছ বছর আগে মুম্বই সন্ত্রাসের সময় রক্তাক্ত হয়েছিল ইহুদি সম্প্রদায়ের প্রার্থনাস্থল ও বাসস্থান ছাবাদ হাউজ। সন্ত্রাসে প্রাণ হারিয়েছিলেন ছ জন। যারমধ্যে ছিলেন রাব্বি গ্যাব্রিয়েল নোয়াচ হোল্টসবার্গ ও তাঁর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। দিদিমার তত্‍পরতায় রক্ষা পায় তাঁদের একমাত্র সন্তান মোশে হোল্টসবার্গ।  

সেসময় তার বয়স ছিল দুই। এখন মোশের বয়স আট। থাকে ইজরায়েলের আফুলা শহরে। ছাব্বিশ এগারোর ঘটনায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় ছাবাদ হাউজ। সেই থেকে সেটি মেরামতির জন্য বন্ধ ছিল। অবশেষে আজ থেকে দর্শকদের জন্য খুলছে নারিমান হাউজ।

.