লালু-নীতিশ-কংগ্রেসের মহাজোটে ম্লান মোদী ম্যাজিক

Updated By: Aug 25, 2014, 09:41 PM IST
লালু-নীতিশ-কংগ্রেসের মহাজোটে ম্লান মোদী ম্যাজিক

বিহারে বিধানসভা উপনির্বাচনে বড় ধাক্কা বিজেপির। লালু-নীতীশ-কংগ্রেসের মহাজোটের কাছে ম্লান মাত্র তিন মাস আগেকার মোদী ম্যাজিক।

দশটি আসনের মধ্যে মহাজোটের পক্ষে ফল ৬-৪। এই পরাজয়ের নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়েছে রাজ্য বিজেপি। বাকি ৩ রাজ্য পঞ্জাব, মধ্যপ্রদেশ, কর্নাটকেও কিছুটা ধাক্কা খেয়েছে বিজেপি। তুলনামূলক ভাল ফল হয়েছে কংগ্রেসের। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। নয়ের দশকে বিজেপির লৌহপুরুষ লালকৃষ্ণ আডবানির রাম রথযাত্রা আটকে দিয়েছিলেন বিহারের তখনকার মুখ্যমন্ত্রী  লালু প্রসাদ যাদব। তখন তাঁর সঙ্গী নীতীশ কুমার। চোদ্দো বছর পর বিহারের মাটিতেই আটকে গেল নরেন্দ্র মোদীর জয়ের রথ। এবারও সামনে লালু-নীতিশের মহাজোট। সঙ্গী কংগ্রেস। বিহার বিধানসভা উপনির্বাচনে দশটির মধ্যে ৬ আসনেই জয়ী হয়েছে জেডিইউ-আরজেডি-কংগ্রেসের মহাজোট। বাকি ৪টি আসনে জিতেছে বিজেপি।    

এ বছরই মে মাসে লোকসভা ভোটে মোদী ঝড়ের সামনে বিহারে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বিজেপি বিরোধীরা। চল্লিশটির মধ্যে ৩১টি আসন ছিনিয়ে নেয় বিজেপি। কেন্দ্রে ক্ষমতায় আসার পর বিহারের উপনির্বাচনই তাদের সামনে প্রথম বলার মতো পরীক্ষা ছিল। মাত্র তিন মাসের মধ্যে এমন অপ্রত্যাশিত ফলাফলে খানিকটা হলেও বেসামাল গেরুয়া শিবির। মহাজোটের এই সাফল্যের জন্য টুইটে বিহারের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। তাঁর বক্তব্য, লোকসভা ভোটের সময় করা নিজেদের ভুল শুধরে নিয়েছেন ভোটাররা।

আগামী বছর বিহারে বিধানসভা নির্বাচন। সেখানেও মহাজোটের জয়ের ধারা অব্যাহত রাখতে এখন থেকেই কার্যত যুদ্ধং দেহি মনোভাব লালু-নীতিশদের। সোমবার কর্নাটক, পঞ্জাব এবং মধ্যপ্রদেশেও বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে।
---------------------
কর্নাটকে ৩টির মধ্যে ২ আসনে জয়ী কংগ্রেস। এর মধ্যে বিজেপির দুর্গ বেলারি গ্রামীণ কেন্দ্র এবার ছিনিয়ে নিয়েছে তাঁরা। চিকোরি-সাদালগা কেন্দ্রেও জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী। মর্যাদার লড়াইয়ে একমাত্র শিকারিপুরায় জয়ী বিজেপি প্রার্থী বি ওয়াই রাঘবেন্দ্র। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদ্দুরাপ্পার ছেলে।
----
পঞ্জাবে দুটি আসনের মধ্যে একটিতে জয়ী শাসক শিরোমণি অকালি দল। তাঁরা জিতেছেন তালওয়ান্দি সাবো আসনে। পাতিয়ালা আসনটি নিজেদের দখলে রেখেছে কংগ্রেস। এখানে জয়ী প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী কংগ্রেস প্রার্থী প্রণীত কৌর।   
 ---
মধ্যপ্রদেশে তিনটির মধ্যে দুটি, অগর এবং বাহোরিবন্দে জয়ী বিজেপি। বিজারাঘবগড়ে জিতেছে কংগ্রেস।   

 

.