বারাণসীতে সভা সেরে ৩০ মে শপথ নেবেন মোদী

অনুষ্ঠানে কোনও বিদেশি অতিথি উপস্থিত থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়

Updated By: May 24, 2019, 12:22 PM IST
বারাণসীতে সভা সেরে ৩০ মে শপথ নেবেন মোদী

নিজস্ব প্রতিবেদন: নোটবাতিল থেকে জিএসটি সহ কোনও ইস্যুই তাঁর বিরুদ্ধে দাঁড় করতে পারেনি বিরোধীরা। বিরোধীদের দুশোরও কম আসনে আটকে রেখে সাড়ে তিনশো পার করে গিয়েছে। এখনও বিভিন্ন মহলে একটা কথা জোরাল হচ্ছে, সেটি হল মোদী হ্যায় তো মুমকিন হ্যায়।

আরও পড়ুন-বঙ্গে কোন কেন্দ্র কার দখলে, দেখে নিন

২০১৪ সালের থেকে বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে এনডিএ। শপথ নেওয়ার আগেই একদফা বারাণসীতে বিজয় উত্সবে যোগ দেবেন মোদী। সমর্থকদের উদ্দেশ্যে তিনি ভাষণও দেবেন। তার আগে আহমেদাবাদে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে আসবেন মোদী। এর পরেই ৩০ মে ফের দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নমো।

আরও পড়ুন-ভোটে জিতেই ভাটপাড়ায় শান্তি ফেরাতে তত্পর অর্জুন, এলাকায় দফায় দফায় বৈঠক

সংবাদমাধ্যম সূত্রে খবর, আগাম ৩০ মে শপথ নেবেন মোদী। এদিনে বিকেল ৪-৫ মধ্যে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হবে ওই শপথগ্রহণ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে দেশের সবরাজ্যের মুখ্যমন্ত্রীদের অমন্ত্রণ জানানো হবে। অনুষ্ঠানে কোনও বিদেশি অতিথি উপস্থিত থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। গতবারের মতো এবার সার্ক গোষ্ঠীভূক্ত দেশগুলির প্রতিনিধিরা এবারও উপস্থিত থাকবেন কিনা তা এখনও টিক হয়নি।

.