মুরলী মনোহর যোশীর আপত্তি, তাও বারাণসীতেও সম্ভবত মোদী, আজ বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা তীব্র
আজ বিজেপির আজই সম্ভবত তৃতীয় প্রার্থীতালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি। নরেন্দ্র মোদী কোন আসনে লড়বেন, তা ঘোষণা হতে পারে। এনিয়ে বৈঠকে বসছে বিজেপির নির্বাচন কমিটি। ইতিমধ্যে দিল্লি পৌছেছেন নরেন্দ্র মোদী।
আজ বিজেপির আজই সম্ভবত তৃতীয় প্রার্থীতালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি। নরেন্দ্র মোদী কোন আসনে লড়বেন, তা ঘোষণা হতে পারে। এনিয়ে বৈঠকে বসছে বিজেপির নির্বাচন কমিটি। ইতিমধ্যে দিল্লি পৌছেছেন নরেন্দ্র মোদী।
লোকসভা ভোটের দামামা বেজে গেলেও এখনও চূড়ান্ত হয়নি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর আসন। উল্টে তাঁর জন্য আসন বাছাই করতে গিয়ে দলে অন্তর্কলহ চরমে উঠেছে। সূত্রের খবর, গুজরাতের গন্ধীনগর ছাড়া উত্তরপ্রদেশের বারাণসী থেকে লড়তে পারেন মোদী। কিন্তু বারাণসীর সাংসদ মুরলী মনোহর যোশী এতে নারাজ। গত নির্বাচন কমিটির বৈঠকে সভাপতি রাজনাথ সিংয়ের সঙ্গে এনিয়ে বাগবিতণ্ডাও হয় তাঁর। যদিও বারাণসীর স্থানীয় বিজেপি নেতাদের দাবি, মোদীকেই সেখানে প্রার্থী করা হোক। সেক্ষেত্রে মুরলী মনোহর যোশী কোথায় দাঁড়াবেন তা আজ চূড়ান্ত করে ফেলার চেষ্টা চালাবে বিজেপি। লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ, যশবন্ত সিংয়ের আসন নিয়েও সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে।